আর মাত্র মাঝে ২ দিন।🐲 তাঁরপরই শুরু বহুকাঙ্খিত ভারত-অস্ট্রেলিয়া টেস্টে সিরিজ। এই সিরিজের গুরুত্ব বিরাটদের কাছে ব্যাপক। তাঁদের কেরিয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিরিজের ওপর। কারণ গত কয়েক বছরে দীর্ঘ ফরম্যাটে ভারতীয় দলের সিনিয়র ব্যাটারদের পারফরমেন্স গ্রাফনিম্নমুখী✱। তাই অ্যাসিড টেস্টের সামনেই দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তജারকার…
অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা মানেই সেখানে থাকবে স্লেজিং, সেকথা বলার অপেক্ষা রাখে না। আজ থেকে নয়, সচিনের সঙ্গে রিকি পন্টিংয়ের দ্বৈরথ হোক কিংবা বিরাট কোহলির সঙ্গে মিচেল জনসনের দ্বৈরথ, এই সিরিজে বরাবরই স্লেজিংও একটা অঙ্গ। তবে সাম্প্রতিক সময় অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে মজার স্লেজিং করতে শোনা গেছিল অজিদের প্র꧑াক্তন অধিনায়ক টিম পেইনকে, যেখানে ঋষভ পন্তকে তিনি বেবিসিটার অখ্যা দিয়েছিলেন তিনি। এমনকি তাঁর স্ত্রীও সেই আখ্যাই দেন।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যা⛎জেগোবরে অবস্থা সরফরাজের!
আবারও একটা টেস্ট সিরিজ। এখানে যে স্লেজিং চূড়ান্ত পর্যায়েই হবে তা বলা বাহুল্য। কারণ রোহিত না থাকায় দলের তুলনামুলক জুনিয়র ক্রিক🌳েটারদের তাতিয়ে তোলার দায়িত্ব বর্তাচ্ছে কোহলির ওপরই। আর তাঁর থেকে ভালো কেউ জানে না, যে অজিদের টানা বিরক্ত করে আউট করার বেশ পরীক্ষিত একটা পদ্ধতি 🐼হল স্লেজিং। আর সেটাও আগ্রাসী।
তবে অস্ট্রেলিয়াও কি পাল্টা স্লেজিং করবে ভারতীয় ক্রিকেট 𝔉দলকে? বুমরাহ, সিরাজদের তাঁরা কীভাবে সামাল দেবে। উইকেট পিছনে দায়িত্ব পালন করা অ্যালেক্স ক্যারি বলছেন, ‘সত্যি কথা বলতে কি, স্লেজিং তো হবেই। তবে আমি যখন ব্যাটিং করে তখন পুরোই ব্যাটিংয়ে মনোযোগ দি, অন্য কিছুর দিকে ভাবি না। আর যখন কিপিং করি,♛ তখনও খুব একটা অন্য কিছু করি না। আমার দলের বোলাররা রয়েছে যারা এই বিষয়ে বেশ স্কিলফুল, ওরা স্লেজিং করবে ’।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হ𒅌লেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
প্রসঙ্গত ভারতীয় দলের এমনিতেই ব্যাটিংয়ের যা অবস্থা এবং সাম্প্রতিক কিউয়ি সিরিজে যা ফল করেছে, তাঁর ওপর আর স্লেজিং খুব একটা কিছু কাজ করবে বলে মনে হয় না। কারণ এমনিতেই অজিদের মাটিতে বাউন্সি উইকেটে উঁচু উঁচু বল সামলাতেই ফোকাস করবেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। সঙ্গে কোন বল ছাড়বেন, কোন জায়গা থেকে ছাড়বেন, এখন সেই সব দ💦িকগুলোয় ফিনিশিং টাচ দিচ্ছেন জুরেল, সরফরাজরা।