শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। জাতীয় দলের জার্সিতে তাঁর অবদান অবিস্মরণীয়। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে একার হাতে এনে দিয়েছেন জয়। বল হাতে গড়েছেন একাধিক নজির। আইপিএলে ও তিনি শুরুর দিকে কয়েক মরশুম খেলেছিলেন। তার পরেই♛ অবসর নেন তিনি। এর পর কোচিং স্টাফ হিসেবেও দীর্ঘ দিন কাটিয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি ব্যস্ত ধারাভাষ্যকার হিসেবে অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে কাজ করতে। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। সেই আইপিএলে অনিল কুম্বলে খেলেছিলেন ꦉরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তাঁকে নিলামের মধ্যে দিয়ে দলে নিয়েছিল আরসিবি। দলে সেই অন্তর্ভুক্তির পিছনের কাহিনী শুনিয়েছেন অনিল কুম্বলে।
আরও পড়ুন: শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না গুজরাট, ৪ রানে জিতে অক্সি♊জেন পেল দ💙িল্লি
প্রথম নিলামে অনিল কুম্বলেকে অংশ নিতে হয়েছিল। কারণ আইকনিক ক্রিকেটারদের যে প্রাথমিক তালিকা বিসিসিআই তৈরি করেছিল, তাতে আরসিবির থেকে আইকনিক ক্রিকেটার হিসেবে রাখা হয়🌼েছিল বর্তমান ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। টেস্টে এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়া কুম্বলেকে নিলামের মধ্যে দিয়ে দলে নেয় আরসিবি। উল্লেখ্য, টেস্টে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির রয়েছে জিম লেকার এবং নিউজিল্যান্ডের আজাজ প্যাটেলের। সেই সময়ের আরসিবির মালিক বিজয় মাল্য নিলামের আগে নাকি বলেছিলেন ‘ও আমার বেঙ্গালুরুর ছেলে। ওকে কাউকে ছুঁতে দেব না আমি।’
আরও পড়ুন: শেষ ২ ওভারে দিল্লি হাফসেঞ্চুরি করল, পন্ত-স্টা🌌বস ঝড়ে স্কোর ১৭১ থেকে পৌঁছে গেল ২২৪-এ, হ♔ল বড় রেকর্ড