ভারতীয় দলের এই মূহূর্তের সেরা পারফর্মার আর বিরাট কোহলি নন। অথচ গত বছর এই সময় ওডিআই বিশ্বকাপেই ভারতের ফাইনালে ওঠার প্রধান কারণই ছিলেন কোহলি। গোটা প্রতিযোগিতা জুরেই অনবদ্য ব্যাটিং করে দলকে তুলেছিলেন ফাইনালে, সেখানেও অর্ধশতরান ছিল কোহলির। আর ফর্ম হারাতে হারাতে এখন কোহলিই দলের 🔯ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।
আরও পড়ুন-পুণেতে অনুশীলনের সময় রোহিতের কাছে আর্জি এꦿক ভক্তের! বললেন, ‘বিরাটকে বলে দিও তো… ’
বিরাটের সমালোচনা যে হচ্ছে ব্যাটে রান পাওয়া নিয়ে, সেটা কিছুটা হলেও বিরাটের দোষেই হচ্ছে। তা তিনি নিজেও বಞুঝছেন। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট বল লাগার পরেও এলডিডাব্লু আউট যখন হয়েছিলেন, তখন রিভিউ নেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছিলেন শেষ বলে, তাতে বোঝাই গেছিল কিছুটা হলেও ফোকাস নষ্ট হয়েছে তাঁর।
আরও পড়ুন-আবার ধাক্কা নাইট অধিনায়কের! কাঁধেܫর চোটে ছিটকে গেলেন রঞ্জির পরে🉐র ম্যাচ থেকে!
এরই মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণে টেস্টে তো এমন আউট কোহলি হলেন, তাতে তাঁর ডাই হার্ট ফ্যানরাও খুব বেশি তাঁকে সমর্থন করতে পারছেন না। খারাপ সময় দুর্ভাগ্যজনক আউট হতেই পারে। কিন্তু যে শট খেলতে গিয়ে কোহলি আউট হলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেটা ওরকম পরি𓄧স্থিতিতে মেনে নেওয়া যায় না। আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কোহলি।
🌳আরও পড়ুন-‘আমায় ঝাড়েনি,কিন্তু লজ্জায় মুখ দেখাতে পারিনি গম্ভীরকে’! সরল স্বীকারোক্তি সঞ্জুর
মাত্র ১ রানেই আউট বিরাট কোহলি-
৯ বলের মাথায় মিচেল স্যান্টনারের এক বলে সরাসরি বিরাট পেয়ে গেছিলেন ফুল টসের মতোই। কিন্তু তিনি সেই বলে জোরে স্ট্রোক খেলতে চেষ্টা করলেন। আর বলে ব্যাট না লাগতেই ক্লিন🎀 বোল্ড হয়ে গেলেন বিরাট। বল আর ব্যাটের দূরত্ব দেখেই বোঝা যাচ্ছিল কোহলির সঙ্গে এই মূহূর্তে তাঁর ফর্মেরও কতটা পার্থক্য। টি২০, ওডিআইয়ের মানসিকতা নিয়ে যে টেস্টে খেলা সম্ভবন নয়, সেটাই যেন আরও একবার প্রমানিত হল।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া সিরিজে দলে ঢুকতে পারেন💮 নীতীশ! শার্দুলকেও ডাকের সম্ভাবনা! 𒅌থাকবেন শামি?
ঘরোয়া ক্রিকেট খেললে বিরাটের সুবিধা হত-
বিরাটের এই আউট দেখে প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন কোচ অনীল কুম্বলে বলছেন, ‘আমার মনে হয় কয়েকটা ঘরোয়া ক্রিকেটের ম্যাচে খেললে বিরাটের ভালো হত। এমনি অনুশীলন আর ম্যাচ খেলার মধ্যে পার্থক্য রয়েছে। যদি ও মনে করত যে আগে একটু ঘরোয়া ক্রিকেট খেলে নিলে ভালো, ত🦹াহলে ও সেটাই করতে পারত,তাতে বিরাটের সুবিধা হত। তবে সেটাই একমাত্র কারণ💟 নয় ওর এরকম আউটের ’।
বিরাটদের বিপাকে খেলতে বাঁহাতি স্পিনার-
কুম্বলে আরও বলছেন, ‘আমরা যদি দেখি যখন বিরাট কোহলি ব্যাট করতে আসে, তখন উইকেটে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। ওর ইনিংসের শুরুর 💎দিকেই স্পিনারদের খেলার ক্ষেত্রে জড়তা ওর মাইন্ডসেটের জন্য আসে, সেই সঙ্গে ভಌারতীয় উইকেটে স্পিনারদের সুবিধা পাওয়াও একটা কারণ। গিল এবং কোহলির ক্ষেত্রে সমস্যা হয়েছিল বাঁহাতি গ্লেন ফিলিপসকেও খেলতে, গত টেস্টে। এই টেকনিক কিউয়িরা কাজে লাগিয়েছে ’।
বিরাটদের ক্ষতি করেছে বিসিসিআই!
প্রসঙ্গত য🦄শস্বী জয়লওয়াল, লোকেশ রাহুল, সরফরাজ খানসহ ভারতীয় দলের অনেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে খেলেছিল দলীপ ট্রফিতে। কিন্তু ছাড় দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। আদতে এই ছাড় দিতে গিয়ে যে বꦇিরাটদেরই ক্ষতি করেছে বিসিসিআই, সেটাই যেন প্রমান হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড টেস্টে।