এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের ছয় নম্বর ম্যাচে নামার আগে রোহিত শর্মার টিম ইন্ডিয়ার সামনে বিশ্বের এক নম্বর ODI দল হওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল রোহিত অ্যান্ড কোম্পানি। বলা ভালো, সেই সুযোগ কাজে লাগাতে পারল না ভারত। বাংলাদেশের কাছে ৬ রানে হারের মুখে পড়তে হয়েছিল তাদের। এই টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম পরাজয়। এই পরাজয়ের মধ্য দিয়ে ভারত শুধু এক নম্বর ওয়ানডে দল হওয়ার সুবর্ণ সুযোগই হারালো না, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে একটি স্থানও হারিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারত দ্বিতীয় অবস্থানে করছিল, যদি টিম ইন্ডিয়া এই ম্যাচটি জিতত তাহলে তাদের সামনে এক নম্বর ওয়ানডে দল হওয়ার সুযোগ থাকত। কারণ অন্যদিকে অস্ট্রেলিয়াকে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।তবে এশিয়া কাপের ফাইনালে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে মোট পাঁচটা পরিবর্তন করেছিল ভারত। যার খেসারত দিতে হয় রোহিতদের। ম্যাচটি হারতে হয় তাদের। এই হারের ফলে টিম ইন্ডিয়ার দুই রেটিং পয়েন্ট কমেছে। যদিও তারা তাদের দুই নম্বর স্থানটাও ধরে রাখতে পারেনি। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। পাকিস্তানের অ্যাকাউন্টে ১১৫ রেটিং রয়েছে, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হারার আগে পর্যন্ত ভারতের অ্যাকাউন্টে ১১৬ রেটিং পয়েন্ট ছিল এবং রোহিত শর্মার দল এই তালিকার দ্বিতীয় স্থানে ছিল।ভারতের এক নম্বর দল হওয়ার সমীকরণ ছিল অস্ট্রেলিয়ার হাতে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান দল দক্ষিণ আফ্রিকার কাছে হারলে এবং ভারত যদি বাংলাদেশকে হারাত তাহলেই এক নম্বরে চলে যেত ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে অস্ট্রেলিয়া ভারতের এক নম্বর হওয়ার রাস্তাটা সহজ করে দিলেও সেই সুযোগকে কাজেই লাগাতে পারল না টিম ইন্ডিয়া। আইসিসির ODI র্যাঙ্কিং-এ তাদের পজিশন পুনরুদ্ধারের প্রতিটি সুযোগ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে জয় নিবন্ধন করতে পারেনি এবং এবার তারা নিজেদের দুই নম্বর জায়গাটাও হারিয়ে বসেছে। এই মুহূর্তে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে চলে গিয়েছে ভারত। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহে রয়েছে ১১৫ পয়েন্ট। একই রেটিং নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে পাকিস্তান। যদি বাংলাদেশকে হারাতে পারত ভারত, তাহলে ক্রিকেটের সমস্ত ফর্ম্য়াটেই এক নম্বর হতে পারত। কারণ টি টোয়েন্টি ক্রিকেট ও টেস্টে এই মুহূর্তে এক নম্বর স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। যদি বাংলাদেশকে হারাতে পারত তাহলে একদিনের ক্রিকেটেও এক নম্বর হে পারত টিম ইন্ডিয়া।