শ্রীলঙ্কার স্পিনারদের তান্ডবে পর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাল্টা ঝাপটা। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপ𓃲ের ফাইনালে পৌঁছে গেল ভারত। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেল ভারত। এই নিয়ে ১১তম বার মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত।
পরপর দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়ায় স্বস্তি ফিরেছে টিম ইন্ডিয়া শিবিরে। বিশেষ করে টানা তিন দিন ধরে ম্যাচ খেলার পরেও মঙ্গলবার শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারানোয় খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারতের ব্যাটিং বিপর্যয় হলেও বোলাররা হাল ধরেছিলেন। তাই এই জয়ের জন্য বোলারদেরই কৃতিত্ব দিলেন হিটম্য♐ান।
ম্যাচের পর রোহিত বলেন, ‘নিঃসন্দেহে একটি ভালো ম্যাচ ছিল। চ্যালেঞ্জিং পিচে চাপের মধ্যে এমন খেলা কিন্তু আমাদের খেলতে হবে। এমন পরিস্থিতিতে এখন আমরা খেলতে চাইছি। যেখানে চাপ থাকবে। চ্যালেঞ্জ থাকবে। এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটে খেলতে চাই। আমরা দেখতে চাই এমন পরিস্থিতিতেও কেমন পারফর্ম কর𝄹♕তে পারছি।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমরা এই পিচে বেশি রান করতে পারিন✤ি। আর এই রান পুঁজি করে জেতা বেশ কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত বোলাররা ভালো খেলেছে। আমরাও চাপ সামলাতে পেরেছি এবং ধারাবাহিক ভাবেই ভালো বল করেছি। আর তাতেই কিন্তু এই জয় এসেছে।’
আরও পড়ুন: শ্রী𝕴লঙ্কার টানা ১৩টি ODI-এ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল ভারত, উঠল Asia Cup-এর ফাইনালে
এই দিকে পরপর দু’দিন ধরে দাপট দেখিয়ে চলেছেন দলের তারকౠা স্পিনার কুলদীপ যাদব। কুলদীপ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর দিনই, মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নেন চার উইকেট। ২দিন মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ভারতকে এশিয়া কাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছেন কুলদীপ। সেই সঙ্গে তিনি ভারতের দ্রুততম স্পিনার হিসেবে ১৫০ ওডিআই উইকেটের মাইলস্টোনও এদিন স্পর্শ করেছেন।
কুলদীপকে নিয়ে রোহিত রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘গত এক বছর ধরেই কুলদীপ দুর্দান্ত বল করছে। নিজের বোলিংয়ের ছন্🦂দ নিয়ে প্রচুর খেটেছে ও। তার ফল পাচ্ছে এখন। ওর খেলা শেষ ১০টি এক দিনের ম্যাচের দিকে তꦏাকালেই সেটা বোঝা যাবে। কুলদীপের জন্য আমরা প্রচুর বিকল্প পাচ্ছি। এটা আর একটা ভালো দিক।’
এদিন হার্দিক পান্ডিয়া হয়তো ১ উইকেট নি𒈔য়েছেন, তবে তাঁর স্পেল নজর কেড়েছে। ৫ ওভার বল করে ১৪ রান দিয়েছেন হার্দিক। তাঁর প্রশংসা করে রোহিত বলেছেন, ‘গত দু’বছর ধরে বোলিং নিয়ে প্রচুর পরিশ্রম করছে হার্দিক। ওর বোলিং দেখে সত্যিই ভালো লাগছে। মনে হচ্ছে প্রতিটা বলেই উইকেট নিতে পারে। ওর বোলিং আমাদের জন্য ভীষণ ইতিবাচক।’