আজ এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। গতকাল বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় আজ রিজার্ভ ডে'তে খেলা গড়িয়েছে। রবিবার খেলা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আজ শুরু হয়েছে। এমনটাই আগে থেকে জানিয়ে রেখেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই এশিয়া কাপ শেষ হলেই পরের মাস থেকে ভারতে অনুষ্ঠিত হতে হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে এশিয়া কাপকে পাখির চোখ করেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মতো দেশগুলি। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। তবে পাকিস্তান অনেক বছর ধরে ভারতের মাটিতে খেলেনি। বর্তমান দলের বেশিরভাগ সদস্যের ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। ভারতে কোনও দিন না খেলার দলের মধ্যেই পড়েন পাক তারকা জোরে বোলার শাহিন আফ্রিদি। তবে তিনি ভারতে খেলা অন্যান্য বিদেশিদের সঙ্গে কথা বলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছেন।২০১৩ সালের পর পর থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিন বন্ধ। আইসিসির টুর্নামেন্টগুলোতেই একে অপরের বিরুদ্ধে নামে তারা। দীর্ঘ প্রায় চার বছর পরে এশিয়া কাপে একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে এই দুই দল। মাঝে এতগুলি বছরে প্রত্যেক দলই স্বাভাবিকভাবেই বদলে গিয়েছে। পাকিস্তান দলেরও পুরনো ক্রিকেটাররা অবসর নিয়েছেন, এসেছেন নতুনরা। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও ভারতের মাটিতে আইপিএল খেলে এখানকার পিচের সম্পর্কে ধারণা পাওয়ার একটা পথ ছিল পাক ক্রিকেটারদের কাছে।কিন্তু পাকিস্তানের ক্রিকেটাকরদের আইপিএলে নেওয়া হয় না। ফলে ভারতের মাঠ সম্পর্ক সম্পর্কে বর্তমান পাকিস্তান দল পুরোপুরি অন্ধকারে। এখানকার পিচ কেমন হয় সেই বিষয়ে নূন্যতম ধারণা নেই তাদের। কিন্তু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। প্রস্তুতি তো নিতেই হবে। এবার বিশ্বকাপে পাকিস্তানের বোলিং লাইন আপের অন্যতম প্রধান ভরসা শাহিন আফ্রিদি। তাই এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু কি করে প্রস্তুতি সারছেন এই পাক জোরে বোলার। এই বিষয়ে তিনি বলেন, 'ভারতের বিরুদ্ধে খেলা বা আইপিএলে খেলা সকল বিদেশি ক্রিকেটারদের কাছে আমি ভারতীয়ও পিচের সম্পর্কে জিজ্ঞাসা করছি। আমার মনে হয় স্পিনাররা বেশি সাহায্য পাবে ভারতের পিচ থেকে। একদিনের ক্রিকেটের এক নম্বর টিম হিসাবে আমাদের পারফরম্যান্স তেমন হওয়ার তেমনই হবে। আমরা বিশ্বকাপের জন্য ভালোভাবেই প্রস্তুত।'এবারের বিশ্বকাপে ১৪ অক্টোবর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। বিশ্বকাপ ৫ অক্টোবর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। ভারত ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।