শুভব্রত মুখার্জি: এশিয়া কাপ হোক কিংবা বিশ্বকাপের মতো বড় টু্র্নামেন্টে যেমন তারুণ্যের যে কোনও দলের প্রয়োজন রয়েছে তেমন রয়েছে অভিজ্ঞতার। তারুণ্য এবং অভিজ্ঞতার সঠিক মিশেলেই লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি। আর সেকথাটা বিলক্ষণ জানেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানও। এশিয়া কাপে বৃহস্পতিবার তাদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাঁর আগেই এই অভিজ্ঞতাকে মিস করার কথাই ধরা পড়ল অধিনায়ক শাকিবের গলাতে। চোটের কারণে হোক বা অন্য কোন শারীরিক সমস্যার কারণে তামিম ইকবাল, লিটন দাস, এবাদত হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের না পাওয়া যে দলকে এশিয়া কাপের মতো বড় টু্র্নামেন্টে ভোগাতে পারে তা মেনে নিয়েছেন শাকিব আল হাসান।শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে শাকিব জানিয়েছেন, ‘তামিম, লিটনদের অভাব বোধ করবই। ওদের অভিজ্ঞতার আলাদা দাম রয়েছে। এশিয়া কাপের মতো বড় টু্র্নামেন্টে যা খুব গুরুত্বপূর্ণ। তামিম বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করেছে। এত বছর ধরে খেলছে জাতীয় দলের হয়ে। গত ৪-৫ বছরে লিটন দেখিয়েছে ও কী করতে পারে। ওঁরা থাকলে অনেক চিন্তা কমত আমার। কিন্তু চোট তো কারও হাতে নেই। ফলে অভিজ্ঞতার অভাব দলকে সমস্যায় ফেললেও ফেলতে পারে।'অভিজ্ঞ তামিম, লিটনদের অনুপস্থিতির ফলে বাংলাদেশের দলে সুযোগ পেয়েছেন নবীন তারকা তাঞ্জিদ হাসান তামিমের মতো তরুণ ক্রিকেটারেরা। এশিয়া কাপের মঞ্চে তাঁদের কাছে নিজেদের প্রমাণ করার একটা ভাল সুযোগ রয়েছে বলে মনে করেন শাকিব। তিনি জানিয়েছেন, ‘অভিজ্ঞ ক্রিকেটারেরা না থাকায় তরুণদের কাছে ভাল সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার। ওঁরা প্রত্যেকেই সেই সুযোগ পাবে। সেটা যদি ওঁরা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল।'আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিমঞ্চ হিসেবেই এশিয়া কাপকে দেখছেন শাকিব। আর সেই প্রস্তুতি একেবারে পুরোদমে সেরে রাখতে চাইছেন তিনি। দলের ক্রিকেটারদের কাছে ভাল ফল প্রত্যাশা করার কিছুটা হলেও চিন্তায় রয়েছেন দলের অধিনায়ক। দলের প্রধান দুই ক্রিকেটারকে না পাওয়াতে যে চাপে রয়েছেন তিনি তা বোঝা গেল পরিষ্কার ভাবে তাঁর কথাতেই।