এবারের এশিয়া কাপে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ছাড়াও আছে নেপাল। প্রথমবারের মতো এশিয়া কাপের টিকিট পায় হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশ। তবে অভিষেক এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের গ্রুপে ঠাঁই নেপালের। সেই পরিস্থিতিতে নেপাল ছাড়া এবার এশিয়া কাপে বাকি পাঁচটি দলেরই লক্ষ্য মূলত একটা- বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়া।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া কোন ভারতীয় ব্যাটার এশিয়া কাপের দলে আছেন?
এবার এশিয়া কাপের জন্য ভারতীয় দলে আছেন তিলক বর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। তবে এশিয়া কাপের আগে পর্যন্ত একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি।
এবার এশিয়া কাপে ভারতের দলের সহ-অধিনায়ক কে?
২০২৩ সালের এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হলেন রোহিত শর্মা।
ভারতের শেষ এশিয়া কাপজয়ী অধিনায়ক কে?
২০১৮ সালে ভারত যখন এশিয়া কাপ জিতেছিল, তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলি বিশ্রামে থাকায় তিনি ভারতের অধিনায়কত্ব করেছিলেন।
এবার এশিয়া কাপে এক তারকা ক্রিকেটারকে দলে রাখেনি বাংলাদেশ, তিনি কে?
২০২৩ সালের এশিয়া কাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদকে রাখেনি বাংলাদেশ। তাঁকে দলে নেওয়ার দাবিও তোলেন অনেকে।