ক্রিকেটার হিসাবে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। বল হাতে বিপক্ষ দলের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। বর্তমানে পাকিস্তান দলের বোলিং কোচের ভূমিকা পালন করছেন প্রাক্তন প্রোটিয়া পেসার মর্নি মরকেল। শাহিন আফ্রিদিদের সামলাচ্ছেন মর্নি। পাকিস্তান দলে তিনি যে বেশ হালকা মেজাজেই রয়েছে, তা ভালো ভাবেই বোঝা গেল। এমনকী তিনি নিজেও সেই কথা স্বীকার করলেন। আবা🤪র পাশে থাকা শাহিন আফ্রিদি তাদের বোলিং কোচকে সানগ্লাস পরিয়ে দিলেন। এবং বললেন, আমারা এখনও বাচ্ছা আছি। যা শুনে হেসে গড়াগড়ি খেলেন মর্কেল। বোঝাই যাচ্ছে পাক দলের পরিবেশ কতটা ভালো। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে নামার আগে যে তারা মোটেই চাপে 🌺নেই তাও একপ্রকার স্পষ্ট হয়ে গেল।
(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার 🔜জন্য ক্লিক করুন এখানে)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেয়ার করা একটি ভিডিয়োতে সাক্ষাৎকার দেন মর্নি মর্কেল। আর সেখানেই অনেক কথা উঠে আসে। বিশেষ করে তিনি এই দলে কোচের ভূমিকা কেমন ভাবে পালন করছেন এবং এশিয়া কাপের সব রকম পরিস্থিতি। সেই ভিডিয়োতে মর্নি মর্কেল বলেন, 'এটা আমাদের একটা গ্রুপ। এখানে কেউ স🍌িনিয়র বা জুনিয়র নয়। আমরা খুব ভালো ভাবে কাজ করছি। কারোর কোনও সমস্যা হলেই সাহায্য় করতে সবাই এগিয়ে আসে। একটা দল তখনই সাহায্য পায়, যখন তাদের অন্দর মহলের পরিবেশ ভালো থাকে। আমরা এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করছ🀅ি। এই টুর্নামেন্ট জেতাই টার্গেট।'
প্রাক্তন প্রোটিয়া পেসার আরও বলেন, 'এই ম🥀ুহূর্তে আমাদের টার্গেট এশিয়া কাপ। কিন্তু আমাদের প্রধান টার্গেট থাকবে বিশ্বকাপ। বেশি দিন বাকিও নেই। এই এশিয়া কাপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে নিজেদের ভালো করে দেখে নেওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত আমাদের দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। বাংলাদেশের বিরুদ্ধেও আমাদꦓের স্পিন বোলিং অ্যাটাক ভালো পারফরম্যান্স করেছে। আমাদের পুরো ব্যালেন্স সেটআপ। তবে ভারতের বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন হবে। ওরা আমাদের অবশ্যই হারাতে চাইবে। আমাদের পেস অ্যাটাকও প্রস্তুত। আমরা জানি ভারতের বিরুদ্ধে পেস অ্যাটাক খুব ভালো ভাবে কাজ করে। ফলে আমাদের বোলাররাও পুরোপুরি প্রস্তুত।'
(এশিয়া꧟ কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)
একই সঙ্গে বোলাররা যে কোনও পরিস্থিতি খেলতে প্রস্তুত তাও বলে দেন মর্কেল। আফ্রিদিদের বোলিং কোচ বলেন, 'একই মহাদেশেই পিচের চরিত্র খুব একটা বদল হয় না। ফলে খুব যে কিছু পরিবর্তন করতে হবে তা নয়। শ্রীলঙ্কার সঙ্গে যেমন পাকিস্তানের পিচের মিল রয়েছে। ঠিক তেমনই ভারতেও মিল রয়েছে। যদিও ভারতে বেশ কিছু জায়গায় পিচের চরিত্র কিছুটা হলেও আলাদা থাকে। তবে আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কোনও রকম সমস্যা হবে না൲।'