ইঁটের জবাব পাথর ছুঁড়েই দিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথম ওয়ান ডে ম্য়াচ জিতেও অস্ট্রেলি💛য়া শেষমেশ পাকিস্তানের কাছে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ হারে ১-২ ব্যবধানে। তবে পরবর্তী টি-২০ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সুদে-আসলে হিসাব মিটিয়ে নিল অজিরা।
সোমবার সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে পাকিস্তান নিতান্ত সস্তায় গুটিয়ে দিয়ে দাপুটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হবার্টে টস💟 জিতে শুরুতে ব্যাট 💮করতে নামে পাকিস্তান। যদিও তাদের সিদ্ধান্ত কতটা সঠিক, সেই বিষয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামেননি মহম্মদ রিজওয়ান। তাঁর বদলে পাকিস্তানকে নেতৃত্ব দেন আঘা সলমন।
পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে একা লড়াই চালান বাবর আজম। তিনি ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৪১ রান করেন। ২৮ বল꧅ের আগ্রাসী ইনিংসে বাবর ৪টি চার মারেন। এছাড়া ১৯ বলে ২৪ রান করেন উইকেটকিপার হাসিবউল্লাহ খান। তিনি ৩টি চার মারেন।
২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৬ রান করেন শাহিন আফ্রিদি। সাহেবজ♔াদা ফারহান ৯, উসমান খান ৩, আঘা সলমন ১, ইরফান খান ১০, আব্বাস আফ্রিদি ১, জাহানদাদ খান ৫ ও সুফিয়ান মুকিম ১ রান করে আউট হন।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অ্যারন হার্ডি। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। স্পেনসার জনসন ২৪ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নে🎃ন জেভিয়ার বার্টলেট ও ন্য়াথন এলিস।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩০ রানের মধ্য দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। যদিও ঝড়ের গতিতে রান তুলে ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি অজিদের। অস্ট্রেলিয়া ১১.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ ✃জিতে যায়। ৫২ বল ব꧃াকি থাকতে ৭ উইকেটে জয়ের সুবাদে পাকিস্তানকে ৩ ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করে অস্ট্রেলিয়া।
৪ বলে ২ রান করে আউট হন ম্য়াথিউ শর্ট। ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি ৪টি চার মারেন। ২৪ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন ক্যꦜাপ্টেন জোশ ইংলিস। তিনিও ৪টি চার মারেন। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্কাস স্টইনিস। শেষমেশ ২৭ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। ১টি ছক্কার সাহায্যে ৩ বলেꦰ ৭ রান করে নট-আউট থাকেন টিম ডেভিড।
পাকিস্তানের হয়ে ১টি𝕴 করে উইকেট নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফꦐ্রিদি।