শুভব্রত মুখার্জি:- পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার আজম খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ সিপিএলে খেলতে। চলতি সিপিএলে তিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।তাদের ম্যাচ ছিল অ্যান্টিগা এবং বারমুডা ফ্যালকন্সের বিরুদ্ধে।সেই ম্যাচেই ঘটে গিয়েছে এক অদ্ভুত ঘটনা। যার জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন আজম খান। তাঁর ওজনের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন আজম খান। ১৩৬ কেজি ওজনের আজম খানের ফিটনেস একটা খুব বড় ইস্যু।গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার সময়ে একটি বাউন্সার তাঁর গলাতে সꦕজোরে এসে আঘাত করে। ভারসাম্য হারিয়ে ফেলেন আজম খান। সোজা গিয়ে পড়ে যান উইকেটের উপরে।হয়ে যান হিট উইকেট।
আরও পড়ুন-ম্যান ইউ বধের পর দুঃসংবাদ!লি๊ভারপুল ছাড়ছেন সালাꦫহ! ‘নতুন দল সময় লাগবে’,বললেন এরিক টেন হ্যাগ…
এদিন গায়ানার হয়ে ব্যাট করতে নেমে মাত্র নয় রান করে আউট হয়ে যান তিনি। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। খুব বেশি সুবিধা করতে পারেননি। সেই সময়ে উল্টো দিক থে﷽কে বল করছিলেন অ্যান্টিগার শামার স্প্রিংগার। তিনি আজমকে লক্ষ্য করে একটি বাউন্সার দেন। বল সজোরে এসে লাগে তাঁর গলাতে।জোর আঘাত পান তিনি। হঠাৎ করেই সাময়িকভাবে তিনি দেহের ভারসাম্য হারিয়ে ফেলেন। ভারসাম্য হারিয়ে নিজেকে আর ধরে রা🔯খতে পারেননি। হুড়মুড়িয়ে গিয়ে পড়েন উইকেটে। হিট উইকেট আউট হয়ে যান তিনি।
প্রসঙ্গত এই মুহূর্তে আজমের দেশ পাকিস্তান ব্যস্ত রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে। আর তিনি ব্যস্ত রয়েছেন সিপিএলে খেলতে।৮ বলে ৯ রান করে🍃 গায়ানার হয়ে ব্যাট করছিলেন এই হার্ড হিটার ব্যাটার। সেই সময়েই একটি বাউন্সারের আঘাত সামলাতে না পেরে একেবারে সোজা গিয়ে পড়েন উইকেটে। গলাতে বেশ ভালো জোরে লেগেছে তাঁর। বারবার গ্লাভস পরিহিত হাতেই তাঁকে দেখা যায় তাঁর গলা ডলতে। গায়ানার টিম ডাক্তারও মাঠে চলে আসেন। প্রাথমিক শ্রুশ্রুষা করে আজম খানকে নিয়ে যাওয়া হয় সাজঘরে।
আরও পড়ুুন-শতরান সঙ্গে ৫ উইকেটও! ইয়ান বোথামের পাশে নাম তুললেন আটকিনসন! রুটকে পিছনে ফেলে হলেন ম্য𒊎াচেরღ সেরা…
তাঁর চোট গুরুতর নয়। এই ম্যাচে অবশ্য রুদ্ধশ্বাস জয় পেয়েছে গায়ানা। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডোয়েন প্রিটোরিয়াস এই ওভারে ১৮ রান ক༺রে দলের জয় নিশ্চিত করেন। অ্যান্টিগার হয়ে শেষ ওভারটি বল করেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির।আমিরের ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে পরপর দুটি চার মারেন ডোয়েন। পঞ্চম বলে চার এবং ষষ্ঠ বলে লং অনের উপর দিয়ে সোজা ছয় মেরে দলের হয়ে তিন উইকেটে রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করেন তি♛নি।
আরও পড়ুন-'ও ไতো একটা বিশ্বকাপ জিতেছে, যুবরাজ অনেক বেশি',কপিল দেবকে নিয়ে অবমাননাকর মন্তব্য যোগরাজের…