এশিয়া কাপের ২০২৩ সংস্করণের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দুরন্ত জয়টাকে প্রস্তুতি হিসেবেই দেখ𒁏ছেন বাবর আজম। আফগানদের ৩-০ হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। সেই সঙ্গে তারা সোজা আইসিসি ওডিআই ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছে।
আফগানদের বিরুদ্ধে তৃতীয় ♈ওডিআই ম্যাচে পাকিস্তানের দুই তারকা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান হাফসেঞ্চুরি করেন। আর দুই তারকার সৌজন্যেই একটি চ্যালেঞ্জিং স্কোর পোস্ট করে পাকিস্তান। বাবর ৮৬ বলে ৬০ রান করেন। আর উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন। আর গ্রিন আর্মি ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান করেন।
আরও 🧸পড়ুন: কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত ভয়ঙ্কর যন্ত্রণা করত- চোট নিয়ে প্রথম বার মুখ খুললেন শ্ౠরেয়স
২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৯৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে থাকে। ওপেন করতে নেমে রিয়াজ হাসান ৬৬ বলে ৩৪ করে কিছুটা হাল ধরেছিলেন। এছাড়া পাঁচে নেমে শহিদুল্লাহ ৬৫ বলে ৩৭ করেন। তবে নয়ে নেমে মুজিব উর রহমানের ৩৭ বলে ৬৪ রানই আফগানিস্তান🎃কে ভদ্রস্থ স্কোরের দিকে নিয়ে যায়। তবে ২০৯ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
এই ম্যাচে ৫৯ রানে জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে আমরা উত্তেজিত।꧅ আফগানিস্তানের বিরুদ্ধে আমরা যে ভাবে জিতেছি, সেটা আমাদের পুরো প্রতিযোগিতাতেই অনুপ্রাণিত করবে। অনেকেই মনে করেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে জেতা খুব সহজ হবে। কিন্তু একেবারেই সেটা ছিল না। কারণ যে পিচে স্পিনারেরা সুবিধা পায়, সেখানে আফগানিস্তান ভয়ঙ্কর দল। এই সিরিজ় জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। এশিয়া কাপে সেটা কাজে লাগবে। আশা করি সমর্থকদের ভাল ൲ক্রিকেট উপহার দিতে পারব।’
আরও পড়ুন: শাহিনের ব🎃িকল্প খুঁজে পাক পেসারে♏র মোকাবিলা করার বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রোহিত- ভিডিয়ো
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হিসেবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পিছনে ফেলার পর ড্রেসিংরুমে বক্তৃতায় বাবর বলেছেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। সেই কারণে আমরা আজ এক নম্বর দল। কঠোর পরিশ্রমের পাশাপাশি উত্থান-পতন, আবেগ🅷- আমরা জীবনে সব দেখেছি। কিন্তু দলের একতা ভাঙ্গেনি। অনেক কিছু ঘটেছে। কিন্তু আমাদের একতার কারণে আমরা উপরে উঠে এসেছি। প্রত্যেক প্লেয়ারের মন একেবারে খাঁটি। সবাই অন্য সবার পারফরম্যান্সে খুশি এবং এটাই হওয়া উচিত।’