বিশ্বকাপে ভরাডুবির কাটিয়ে এবার নতুন লড়াই শুরু বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে চোট এবং ছুটির কারণে নিয়ম💙িত দলের পাঁচ ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। ফলে এক রকম অনভিজ্ঞ দল নিয়েই খেলতে নেমেছে তারা। বিপরীতে নিউজিল্যান্ড খেলছে পূর্ণশক্তির দল নিয়ে।
আর মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের খুব একটা ভালো গেল না। ঘরের মাঠে টেস্ট হওয়া সত্ত্বেও মাহমুদুল হাসান জয় ছাড়া বꦉাকিরা কেউ হাফসে♏ঞ্চুরিও পেলেন না। ৪০ রানের গণ্ডিই টপকাতে পারেনি বাকিরা। যাইহোক, প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ৩১০ রান।
স💜িলেটের উইকেটে স্পিনাররা জাদু দেখাবেন, এমনটাই শোনা গিয়েছিল ম্যাচের আগে। দুই দলের একাদশ দেখেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ নেমেছে তিন স্পিনার নিয়ে, নিউজিল্যান্ডেরও তিন। প্রথম দিনের খেলায়ও স্পিনারদের আধিপত্য দেখা গেল। বাংলাদেশ হারিয়েছে ৯ উইকেট, এর মধ্যে ৭ উইকেটইඣ কিউয়ি স্পিনারদের।