রাখে হরি মারে কে? এবার ক্রিকেটের মাঠে এমই ছবি দেখা গেল আরও একবার। বাংলাদেশের বিরুদ্ধে সিলেট টেস্টে শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করেন কি🧸না, তা নিয়ে দ্বিমত দেখা দিতে পারে। তবে ভাগ্য সহায় হওয়ায় মানকাডিং হওয়ার হাত থেকে বেঁচে যান তিনি। কয়েক ফুট দূর থেকে বল স্টাম্পে লাগাতে না পারায় ব্যর্থ হয় খালেদ 𓆉আহমেদের নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করার প্রচেষ্টা।
তৃতীয় দিনের লাঞ্চের আগে শেষ ওভারে বল করতে আসেন খালেদ। ব্যাট করছিলেন ধনঞ্জয়া ডি'সিলভা। নন-স্ট্রাইকার প্রান্♉তে ছিলেন কামিন্দু মেন্ডিস। ওভারের পঞ্চম বল করার সময় খালেদ বোলিং ক্রিজ টপকেই বল ছুঁড়ে দেন নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প লক্ষ্য করে। উদ্দেশ্য ছিল নন-স্ট্রাইকার ব্যাটার কামিন্দু মেন্ডিসকে মানকাডিং করা।
তবে কামিন্দুর ভাগ্য ভালো যে, খালেদের ছোঁড়া বল স্টাম্পে💝 লাগেনি। বল স্টাম্পে লাগলে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হতো তাঁকে। কামিন্দু তখন ব্যক্তিগত ৪৯ রানে ব্যাট করছিলেন। সেই ওভারের শেষ বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, খালেদ এক্ষেত্রে জুটি ভাঙার উপায় হিসেবে কামিন্দুকে মানকাডিং করার পরিকল্পনা করেছিলেন। কেননা শ্রীলঙ্কান ব্যাটার আগে থেকে ক্রিজ ছেড়ে বের♛িয়ে যাচ্ছিলেন বলে মনে হয়নি রিপ্লে দেখে। খালেদের ডেলিভারির আগে পর্যন্ত কামিন্দুর পা ছিল ক্রিজের ভিতরেই। পরে তিনি ক্রিজ ছেড়ে কয়েক পা এগিয়ে যান।
খালেদ যদি ক্রিজে পৌঁছে হাত দিয়ে স্টাম্প 🔯ভেঙে দিতেন, তবে কামিন𝔉্দুকে আউট করার প্রশ্নই থাকত না। কেননা শ্রীলঙ্কার ব্যাটার তখন ক্রিজেই উপস্থিত ছিলেন। খালেদ বোলিং ক্রিজ থেকে দূরে গিয়ে রান-আউটের চেষ্টা করেন। ফলে বল ছুঁড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর কাছে। কেননা অত দূর থেকে তাঁর হাত পৌঁছতো না স্টাম্প পর্যন্ত। সুতরাং, এক্ষেত্রে কামিন্দু নাকি খালেদ, কে অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
আরও প𝓀ড়ুন:- KKR-এর হয়ে অভিষেকে সব থেকে বেশি রান, সেরা ৫-এ জায়গা করে নিলেন সল♔্ট
কামিন্দু প্রথম ইনিংসের (১০২) মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন। তৃতীয় দিনের চায়ের বিরতিতে তিনি ১৭টি বাউন্ডারির সাহাযয্যে ১৭১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। কামিন্দুর মতো ম্যাচের দুই ইনিংসেই সেঞ্🐻চুরি𒊎 করেন ধনঞ্জয়া ডি'সিলভাও। তিনি প্রথম ইনিংসে ১০২ ও দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করে মাঠ ছাড়েন।