মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। প্রথম সাক্ষাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারের মুখ দেখতে হয় নাজমুল হোসেন শান্ꦬতদের। বিশ্বকাপের আগে আমেরিকার মতো দুর্বল দলের কাছে শাকিব আলস হাসানদের হার ক্রিকেটমহলের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও🅘 দুর্বল দলের কাছে বাংলাদেশের হার এই প্রথম নয়।
তবে এ𒁃টাও ঠিক নয় যে, বাংলাদেশে যাদের বিরুদ্ধেই মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে কোনও না কোনও আন্তর্জাতিক ম্যাচে পরাজিত হয়েছে। বেশিরভাগ দেশের কাছে কোনও না কোনও ম্যাচ হারলেও হাতে গোনা কয়েকটি দেশের বিরুদ্ধে বাংলাদেশ এখনও অপরাজিত। চোখ রাখা যাক বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সার্বিক পরিসংখ্যানে।
সব দেশের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট পারফর্ম্যান্স:-
সুতরাং, বাংলাদেশ এখনও পর্যন্ত মোট ১১টি দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। আয়ারল্🌞যান্ড ছাড়া বাকি সব দেশের কাছে কোনও না কো🔥নও ম্যাচে পরাজিত হয়েছে তারা। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ।
সব দেশের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ান ডে পারফর্ম্যান্স:-
বাংলাদেশ এখ▨নও পর্যন্ত ১৮টি দেশের বিরুদ্ধে ওয়ান ডে খেলতে নেমেছে। বারমুডা, হংকং, স্কটল্যান্ড ও আমিরশাহির 🔴বিরুদ্ধে কোনও ম্যাচ হারেনি তারা। বাকি ১৪টি দেশের কাছে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচে পরাজিত হয়েছে।
সব দেশের বিরুদ্ধে বাংলাদেশের টি-২০ পারফর্ম্যান্স:-
বাংলাদেশ এখনও পর্যন্ত ২১টি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছে। কেনিয়া, মালয়েশি♏য়া, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি ও আমিরশাহির কাছে কোনও আন্তর্জাতিক টඣি-২০ ম্যাচ হারেনি বাংলাদেশ। বাকি ১৫টি দেশের কাছে কোনও না কোনও টি-২০ ম্যাচে পরাজিত হয়েছে তারা।
সুতরাং টেসꦅ্ট, ওয়ান ও টি-২০ মিলিয়ে মোট ২৩টি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। কেবলমাত্র বারমুডা, আমিরশাহি, মালয়েশিয়া, নেপাল, ওমান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে কোনও ম্📖যাচ হারেনি তারা। বাকি ১৭টি দেশের কাছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হেরেছে কানাডা, আয়ারল্যান্ড, হংকং, স্কটল্যান্ড, কেনিয়া, নেদারল্যান্ডস, আমেরিকার মতো দুর্বল সব দলের বিরুদ্ধে।