Best International Cricketers Shubman Gill: চলতি বছরের ২৩ জানুয়ারি পলি উমরিগার পুরস্কার জিতেছেন শুভমন গিল। গত বছর ওডিআইতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শুভমন গিল, সেই কারণেই এই পুরস্কার জিতেছেন তিনি। এই পুরস্কার জেতার পরে কোহলির সঙ্গে তাঁর একটি পুরান অবিশ্বাস্য ছবি শেয়ার করেছেন🐠 শুভমন গিল। ২৩ জানুয়ারি, বুধবার বিসিসিআই-এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পলি উমরিগার পুরস্কার জেতার পরে বিরাট কোহলির সঙ্গে নিজের একটি♋ ছবির শেয়ার করে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন শুভমন গিল। যেই ছবিটি শুভমন গিল শেয়ার করেছেন সেটি বেশ কয়েক বছর আগেকার ছবি। সেই সময়ে গিল অনেকটাই ছোট ছিলেন।
২০২৩ সালের পর শুভমন গিল তাঁর ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। তরুণ ব্যাটার ২৯টি ওডিআই ম্যাচে ৬৩.৩৬ গড়ে এবং ১০৫.৪৫ স্ট্রাইক রেটে অসাধারণ ১,৫৮৪ রান সংগ্💞রহ করেছেন, যার মধ্যে পাঁচটি সেঞ্চুরিও রয়েছে। ওডিআই ফর্ম্যাটে তাঁর দক্ষতাকে আরও হাইলাইট করা হয়েছিল তার রেকর্ড-ব্রেকিং ক্রিকেটার হিসেবে দ্রুততম ২,০০০ ওডিআই রানে পৌঁছানোর জন্য। মাত্র ৩৮টি ইনিংসে এই মাইলফলকটি অর্জন করেছিলেন তিনি। শুভমন গিল ক্যালেন্ডার বছরে খেলার সব ফর্ম্যাটে ভারতের হয়ে ২০০০-এর বেশি রান করেছেন। মহম্মদ শামি, শুভমন গিল এবং জসপ্রীত বুমরাহ যথাক্রমে ২০১৯-২০, ২০২২-২৩ এবং ২০২১-২২ সালে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
২০২২-২৩ সালের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জেতার পরে বিরাট কোহলির সঙ্গে নিজের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন শুভমন গিল। এমন সময়ে যখন তারকা ব্যাটসম্যান বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। তার পোস্টে, ১৪ বছর বয়সের গিল যেটা পেয়েছিলেন সেটার সঙ্গে বর্তমানের 💟প্রাপ্তিকে মিলিয়ে নিজের মনের কথা জানিয়েছিলেন তিনি। এই সময়ে তিনি বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন।
শুভমন গিল বলেছিলেন যে বিরাট কোহলিকে সেই দিন এই পুরস্কার জিততে দেখে তাঁর ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে ছিল কারণ তিনি সেই দিনে এই পুরস্কার জেতার অনুপ্রেরণা পেয়েছিলেন। শুভমন গিল নিজের বার্তায় লেখেন, ‘আমি অনেক নস্টালজিক হয়ে গিয়েছি। যখন আমি ১৪ বছর বয়সে এখানে এসেছিলাম এবং তখন আমি প্রথমবার আমার হিরো এবং কি꧃ংবদন্তি✃দের সঙ্গে দেখা করেছিলাম। বিরাট ভাইকে বর্ষসেরা ক্রিকেটার জিততে দেখার মুহূর্তটা আমি কখনই ভুলব না। সেটা ছিল আমার জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার অক্সিজেন। এমন সম্মান পেতে নিজের সবকিছু দেওয়ার জন্য বিশুদ্ধ অনুপ্রেরণা ছিল ওটা। এই বছর আমার দেশের জন্য নিজের সবটা দিতে পেরে আমি বেশ আনন্দিত।’