ভারতীয় ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যষেষ্ট অবদান ছিল হার্দিক পান্ডিয়🤪ার। কারণ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁকে প্রতি ম্যাচেই ব্যবহার করতে পেরেছিলেন রোহিত শর্মা। শিবম দুবেকেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অলরাউন্ডার হিসেবে নিয়ে গেলেও তাঁর থেকে সেরকম বোলিং পারফরমেন্স দেখা যায়নি, কিন্তু হার্দিক ছিলেন বোলিংয়ে অত্যন্ত ধারাবাহিক। ফাইনাল ম্যাচে শেষ ওভার বল করতে এসে দলকে জিতিয়েছিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। বিশ্বকাপের দল নির্বাচনের আগেই নির্বাচকরা হার্দিককে স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁকে টি২০ বিশ্বকাপে বোলিং করতে হবে। সেই মতো আইপিএলে টানা বোলিং করেছিলেন মুম্বই অধিনায়ক। যদিও আসন্ন চ্যাম্প্য়ন্স ট্রফির আগে প্রশ্নের মুখে হার্দিক পান্ডিয়ার ফিটনেস।
আর🙈ও প🔥ড়ুন-অ্যান্তোনিও লোপেজ হাবাস নন, ভারতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন এই স্প্যানিশ! রয়েছে সাফল্য, জিতেছেন ISL…
শেষ কয়েকমাস ধরেই সময়টা ভালো যাচ্ছিল না হার্দিক পান্ডিয়🐎ার। আইপিএলে বারবার দর্শকদের টিপ্পনী শুনতে হচ্ছিল, পরিবারেও সমস🐓্যা ছিল। আইপিএলে বোলিংও ভালো হয়নি। কিন্তু টি২০ বিশ্বকাপেই উলটপুরান করে দেখিয়েছেন হার্দিক। এবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেই খেলার জন্য প্রস্তুত হবেন তিনি, সেটাই স্বাভাবিক। কিন্তু বিসিসিআইয়ের চিন্তায় হার্দিকের বোলিং ফিটনেস। টি২০তে চার ওভার বোলিংয়ের জন্য যথেষ্ট ফিটনেস রয়েছে হার্দিকের। কিন্তু ওডিআইতে ১০ ওভার বোলিং করতে হয়, সেই ফিটনেস কি আছে তাঁর? এরই উত্তর খুঁজছে বিসিসিআইয়ের নির্বাচকরা।
আরও পড়ুন-যশস্বী ওপেনিং করবেনই! বিরাট-রোহিতের অনুপস্থিতিতে T20র টপ অর্ডা𒈔র༺ বেছে দিলেন কার্তিক
জানা যাচ্ছে, আগামি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেহেতু মাত্র ৬টা একদিনের ম্যাচ খেলবে ভারত, তাঁর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হার্দিক। তাই ঘরোয়া ক্রিকেটেই তাঁর বোলিংয়ের দিকে নজর রাখবে বিসিসিআই। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘ হার্দিক টি২০তে চার ওভার বোলিংয়ের ক্ষেত্রে ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু ওডিআইতে তাঁর বোলিং ফিটনেস এখনও দেখা হয়নি। তাই আগামী কয়েকটা মাস ঘরোয়া ক্রিকেট এবং বছরের শেষে বিজয় হাজারে ট্রফিতে হার্দিকের ফিটনেসের দিকে নজর রাখবে নির্বাচকরা। হার্দিকের ব্যাটিং আগের মতো নেই। অলরাউন্ডার হিসেবে ও যদি নিজের কোটার পুরো ওভার বোলিং করতে পারে, তাহলে ভালো। গত বিশ্বকাপে শেষবার একদিনের ম্যাচ খেলেছে, ꦅপ্রায় এক বছর আর ওডিআই খেলেনি, তাই ওর ফিটনেসের দিকে বিসিসিআইয়ের নির্বাচকরা নজর🤡 রাখবে’।
আরও পড়ুন-‘মেয়েকে ছেড়ে থাকার কষ෴্ট, বলে বোঝাতে পꦐারব না’! প্যারিস যাত্রার আগে মন খারাপ অলিম্পিয়ান দীপিকা কুমারীর
অতীতে বহুবারই হার্দিককে নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ নিজের কোটার পুরো ওভার বোলিং করেননি🌸 তিনি। সেই নিয়েই এবার স্পষ্ট বার্তা দিতে চাইল বোর্ড। গৌতম গম্ভীর জমানায় যে ফিটনেস দলে ঢোকার ক্ষেত্রে বড় মাপকাঠি, তা স্পষ্ট হয়ে গেল আরও একবার।