বুড়োদের কাছে হার মানবে ছোকরাদের দল। একদিকে ভারত-জিম্বাবোয়ে সিরিজে আধুনিক টি-২০ ক্রিকেটের মাঝে বেড়ে ওঠা তরুণ তু🔯র্কিরা লড়াইয়ে নামেন। অন্যদিকে লেজেন্ডস লিগে ব্যাট-বল হাতে লড়াই চালান সাম্প্রতিক অতীতের কিংবদন্তিরা। ভারত-জিম্বাবোয়ে তৃতীয় টি-২০ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ওঠে ৩৪১ রান। ওদিকে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ওঠে ৪৯৩ রান। ধ্বংসাত্মক মেজাজের নিরিখে দুই ম্যাচের মধ্যে তফাৎ বোঝা যাচ্ছে স্পষ্ট।
নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর ১৪তম লিগ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স দলকে শুরুতে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স। অস♕্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৪ রানের বিশাল ইনিং꧟স গড়ে তোলে।
মাত্র ৩৪ বলে ধ্বংসাত্মক শতরান করেন বেন ডাঙ্ক। তিনি হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান ২০ বলে। সুতরাং, হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে মা🔯ত্র ১৪টি বল খরচ করেন বেন। শেষমেশ ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ১০০ রান করে আউট হন বেন ডাঙ্ক।
নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ড্যান ক্রিশ্চিয়ান। তিনি ৩৫ বলেꦬ ৯৯ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ক্রিশ্চিয়ান ১২টি চার ও ৮টি ছক্কা মারেন। এছাড়া শন মার্শ ২২, অ্যারন ফিঞ্চ ৭, কালাম ফার্গুসন ৭, বেন কাটিং ২২ ও টিম পেইন ৫ রানের যোগদান রাখেন।𒐪
༺ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সর হয়ে ৩ ওভারে ৪৮ রান খরচ করে ৩টি উইকেট নেন রায়ান এমরিত। ১টি করে উইকেট সংগ্রহ করেন টিনো বেস্ট, অ্যাশলে নার্স ও জেসন মহম্মদ। উইকেট পাননি জেরমি টেলর, ফিডেল এডওয়ার্ডস ও ড্🃏যারেন স্যামি।
আরও পড়ুন:- IND vs ZIM 3rd T20I: আগাগোড়া দাপট বজায় রেখে লড়াকু জ🐼য় গিলদের, সিরিজে ২-১ লি🅘ড নিল ভারত
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দল ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রানে আটকে যায়। ৫৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দলের হয়ে ডোয়েন স্মিথ ৪০ বলে ৬৪ রান করেন। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। ৩৬ বলে ৭০ র🐠ান করে নট-আউট থাকেন অ্যাশলে নার্স। তিনি ২টি চার ও ৭টি ছক্কা মারেন। ১৮ বলে ৩৩ রান করেন ড্যারেন স্যামি। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন ক্যাপ্টেন ব্রেট লি। ১টি করে উইকেট নেন পিটার সিডল, জেভিয়ার ডোহার্টি, নꦿ্যাথন কুল্টার-নাইল ও ড্যান ক্রিশ্চিয়ান। ম্যাচের সেরা হন বেন ডাঙ্ক।
এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে অস্ট্রেলিয়া। তারা লিগ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের বৃত্তে প্রবে🥃শ করে। অজিদের কাছে হেরে বসা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে রয়েছে ৫ ম্যাচে ৪ পয়েন্ট। তাদের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের উপরে।