অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং পারফরম্যান্সের পর দারুণ প্রত্যাবর্তন করেছে ভারতীয় দলের ব্যাটাররা। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দ্বিতীয়꧋ ইনিংসে চমক দেখিয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত দুজনেই হাফ সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন। আসলে এই ম্যাচে দুই ব্যাটসম্যানই অনেক রেকর্ড গড়েছেন। ভিনু মানকড় এবং চান্দু 🌊সারওয়াতের রেকর্ড ভেঙে দিয়েছেন রাহুল এবং জয়সওয়াল। এই রেকর্ড ভিনু মানকড় এবং চান্দু সারওয়াত দুজনে মিলে ১৯৪৮ সালে করেছিলেন।
জয়সওয়াল এবং রাহুলের আশ্চর্যজনক কাজ
যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল দ্বিꦏতীয় দিনের খেলা শে🐼ষ হওয়া পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। দ্বিতীয় দিনের খেলা শেষে, দুজনেই প্রথম উইকেটে ১৭২ রানের জুটি গড়েন এবং ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ায় ওপেনার হিসেবে ভিনু মানকড় এবং চান্দু সারওয়াতের ১২৪ রানের জুটি গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রাহুল ও যশস্বী। এছাড়াও, উভয় খেলোয়াড় সুনীল গাভাসকর এবং চেতন চৌহানের পার্টনারশিপের রেকর্ডও ভেঙে দিয়েছেন। যেটি তারা দুজনে ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে করেছিলেন। অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ রানের জুটি গড়ার রেকর্ড গড়েছিলেন সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত। দুজনে মিলে ১৯১ রানের জুটি গড়েছিলেন।
আরও পড়ুন… IND vs 💦AUS:ꦅ নজির গড়লেন যশস্বী! ফের অর্ধশতরান, জো রুটের রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটার
অস্ট্রেলিয়ায় ভারতীয় ওপেনিং জুটির গড়া সবচেয়ে বড় স্কোর-
১৯১ রান - সুনীল গাভাসকর এবং শ্রীকান্ত (১৯৮৬)
🐲১৭২ রান - যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল (২০২৪)
১৬৫ রান- সুনীল গাভাসকর এবং চেতন চৌহান (১৯৮১)
১৪১ রান- আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়া♍গ (২০০৩)
১২৪ রান- ভিনু মানকড় এবং♏ চান্দু সারওয়াতে (১৯৪৮)
১২৩ রান- আক🌞াশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়💦াগ (২০০২)
এছাড়া কেএল রাহুল এবং জয়সওয়াল ২০১০ সালের পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া (সেনা) দেশে প্রথম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ার রেকর্ড গড়েছেন। এর আগে গত ১৪ বছরে, বীরেন্দ্র সেহওয়াগ এবং গৌতম গম্ভীর ২০১০ সালে সেঞ্চুরিয়ান মাঠে🦋 একসঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। দুজনের জুটি ছিল ১৩৭ রানের।
SENA দেশগুলিতে ২০১০ সাল থেকে ভারতের জন্য সর্বোচ্চ রান ওপেনিং পার্টনারশিপ
১৭২* – যশস্বী জয়সওয়ালꦫ এবং কেএল রাহুল, ২০২৪ সা♛লে পার্থ