Ravi Shastri on Jasprit Bumrah: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী সেই ভারতীয় খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন যাকে তিনি বিরাট কোহলির পরে ভারতীয় ক্রিকেটের পরবর্তী রাজা বলে মনে করেন। আসলে, পার্থ টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়🎶ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছিলেন এবং পাঁচ উইকেট নিতে সফল হয়েছিলেন। জসপ্রীত বুমরাহর সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের একেꦿর পর এক প্যাভিলিয়নে ফিরতে দেখা গিয়েছে। এই কারণেই সর্বত্র বুমরাহ-বুমরাহের শোরগোল প্রতিধ্বনিত হচ্ছে। মন্তব্য করতে গিয়ে জসপ্রীত বুমরাহকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী ‘রাজা’ বলেছেন রবি শাস্ত্রী।
বুমরাহর প্রশংসায় শাস্ত্রী-
জসপ্রীত বুমরাহ সম্পর্কে কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেছেন, ꦺ‘তিনি এসেছেন এবং অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে পারফর্ম করেছেন। অস্ট্রেলিয়া এমন একটা দল, যদি আপনি তাদের বিরুদ্ধে ভালো খেলেন তাহলে তারা আপনাকে সম্মান করবে। এবার দেখবেন, বিরাট কোহলির পরে দ্বিতীয় স্থানে আসবেন বুমরাহ। আপনি যেখানেই যাবেন, সেখানেই আপনি বুমরাহ-𓄧বুমরাহের আওয়াজ শুনতে পাবেন।’
আরও পড়ুন…. SMAT 2024: ফের একবার বাইশ গজে একসঙ্গে প🍃ান্ডিয়া ভাই! সোশ্যাল মিডিয়ায় হার্দিকের বিশেষবার্তা
বুমরাহের প্রশংসা করে শাস্ত্রী আরও বলেন, ‘বুমরাহ একজন 💃বিশ্বমানের বোলার। অস্ট্রেলিয়ার দর্শকদের সম্পর্কে একটা কথা আপনাকে বিশ্বাস ক🌌রতে হবে। কেউ যদি তাদের সামনে শক্তিশালী ক্রিকেট খেলে, তারা আপনাকে সম্মান করবে। আমরা যদি আজকের প্রথম পাতায় দেখেন, তাহলে আপনি বুমরাহকেই দেখতে পাবেন। এভাবে বোলিং করতে থাকলে অবশ্যই এটা হবে, ভবিষ্যতেও সে এমন সম্মান পাবে।’
দেখুন কী বললেন রবি শাস্ত্রী-
আরও পড়ুন…. IPL 2025 Auction: পন্ত থেকে শ্রেয়স, তালিকায় রয়েছেন সল্ট-স্টার্কও! ৬৯ কোটি দিয়ে কাদেরꦦ কিনব🐬ে LSG?
ম্যাচটি সম্পর্কে কথা বলতে গেলে, ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ ১১ তম বারের জন্য এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছিলেন। যখন টেস্ট অভিষেককারী হর্ষিত রানা একটি দু🍸র্দান্ত প্রথম স্পেলে বোলিং করেছিলেন, যার সাহꦏায্যে ভারত লাঞ্চের সময় ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে যায়।
দিনের শুরুতেই ম্য়াচের রাশ ধরে ভারত-
অস্ট্রেলিয়ার হয়ে শেষ জুটি, মিচেল স্টার্ক এবং জোশ হেজেলউড, ভারতকে শেষ উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিল। ৭৯☂ রানে অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ে যায়, এরপর মিচেল স্টার্ক (১১৩ বলে ২৬ রান) এবং জোশ হেজেলউড (৩১ বলে অপরাজিত ৭ রান) ২৫ রানের জুটি গড়েন। এই জুটি ১৮ ওভার পর্যন্ত স্থায়ী ছিল। এর ফলে ভারতীয় দল মাত্র ৪৬ রানের লিড নিতে পারে।
বড় রানের লিড নিতে চলেছে ভারত
জসপ্রীত বুমরাহ দ্বিতীয় দিনের শুরুতে অ্যালেক্স ক্যারিকে আউট করেন। অজি উইকেটরক্ষক ভারতীয় অধিনায়কের বলে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজ🦄ঘরে ফিরে যান। এভাবে ভারত ভালো শুরু করেছিল। বুমরাহ ১৮ ওভারে ৩০ রান দিয়ে পাঁচ উইকেট নেন। দ্বিতীয় দিনে বুমরাহর সঙ্গে বোলিং শুরু করেন হর্ষিত। তিনি ১৫.২ ওভারে ꦚ৪৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং শুরু করে ভারত। কোনও উইকেট না হারিয়ে ১৭২ রান তোলে ভারত। এই সময়ে ২১৮ রানের লিড নিয়ে নেয়।