তারকাখচিত স্কোয়াড বললেও কম বলা হয়। বরং বলা ভালো যে, সম্মিলিত আইপিএল দল ন꧃িয়ে এবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নামবে উত্🧔তরপ্রদেশ। জাতীয় টি-২০ টুর্নামেন্টের জন্য ১৯ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা, তাতে আইপিএল তারকাদের ছড়াছড়ি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন মাধব কৌশিক। জাতীয় দল থেকে ফিরে উত্তরপ্রদেশের হয়ে মুস্তাক আলি ট্রফিতে নাম𒐪তে চলেছেন রিঙ্কু সিং। রিঙ্কু সচরাচর রাজ্য দলের ম্যাচ এড়িয়ে চলেন না। তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে মাঠে নামেন এবং ধারাবাহিকভাবে রান করেন।
কেকেআর এবছর তাদের স্কোয়াডে ধরে রাখেনি নীতীশ রানাকে। আ🌠ইপিএল নিলাম থেকে রানাকে কলকাতা দলে ফেরায় কিনা, সেটা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন। তবে উত্তপ্রদেশের হয়ে মুস্তাক আলিতে নেমে আইপিএল ২০২৫-এর আগেই নিজেকে ফের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন নীতীশ।🌄
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা আগ্রাস🎃ী ব্যাটার সমীর রিজভি রয়েছেন উত্তরপ্রদেশের মুস্তাক আলি স্কোয়াডে। অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা আইপিএলের আগে মুস্তাক আলিতে নিজেকে ঝ🌟ালিয়ে নিতে চান। আরসিবির যশ দয়াল সঙ্গত কারণেই উত্তরপ্রদেশের মুস্তাক আলি স্কোয়াডে জায়গা পেয়েছেন। দয়াল ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন বেশ কিছুদিন ধরে। আইপিএল স্টার শিবম মাভি ও মহসিন খানও রয়েছেন উত্তরপ্রদেশের মুস্তাক আলি স্কোয়াডে।
এবছর মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশ রয়েছে সি-গ্রুপে। গ্রুপ লিগে তাদের লড়াই হরিয়ানা, জম্মু-কা🐎শ্মীর, দিল্লি, অরুণাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মণিপুর ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ২৩ নভেম্বর ওয়াংখেড়েতে 🌠দিল্লির বিরুদ্ধে লড়াই দিয়ে মুস্তাক আলি অভিযান শুরু করবে উত্তরপ্রদেশ। ২৫ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ইউপি-র প্রতিপক্ষ হিমাচলপ্রদেশ।
আরও পড়ুন:- IPL 2025-এর মেগা নিলামের আগেই মুম্বইয়ের হꦚেড কোচকে জালে তুলল RCB, কোন ভূমিকায়?
২৭ নভেম্বর তৃতীয় ম্যাচে মণিপুরের বিরুদ্ধে মাঠে নাꦦমবেন ভুবনেশ্বর কুমাররা। ২৯ নভেম্বর চতুর্থ ম্য💝াচে ইউপি খেলবে হরিয়ানার বিরুদ্ধে। ১, ৩ ও ৫ ডিসেম্বর মুস্তাক আলিতে উত্তরপ্রদেশ খেলবে যথাক্রমে অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য উত্তরপ্রদেশের স্কোয়াড
ভুবনেশ্বর কুমার (ক্যাপ্টেন), মাধব কৌশিক (ভাইস ক্🌃🐓যাপ্টেন), করণ শর্মা, রিঙ্কু সিং, নীতীশ রানা, সমীর রিজভি, স্বস্তিক চিকারা, প্রিয়ম গর্গ, আরিয়ান জুয়েল, আদিত্য শর্মা, পীযূষ চাওলা, বিপরাজ নিগম, কার্কিতেয়া জসওয়াল, শিবম শর্মা, যশ দয়াল, মহসিন খান, আকিব খান, শিবম মাভি ও বিনীত পানওয়ার।