England squad for WI series: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ওয়ানডে ও টি২০ দল ঘোষণা করল ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে। হ্যারি ব্রুকের অধিনায়কত্বে এটি হবে তার প্রথম আন্তর্জাতিক সিরিজ। সিরিজেজটি শুরু হবে ২৯ মে, এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক
ইংল্যান্ডের প্রথম অধিনায়কত্বে হ্যারি ব্রুক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজের দল ঘোষণা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। সিরিজটি শুরু হবে আগামী ২৯ মে। প্রথমবারের মতো ইংল্যান্ডের সীমিত ওভারের দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক।
দলে ফিরলেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটার-
উইল জ্যাকস, যিনি ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সর্বশেষ সাদা বলের ম্যাচ খেলেছিলেন, তিনি আবারও ওয়ানডে ও টি২০ দুই স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন। বোলার ম্যাথিউ পটসও দুই স্কোয়াডেই সুযোগ পেয়েছেন। এছাড়াও স্পিনার টম হার্টলি ওয়ানডে দলে এবং লিয়াম ডসন ও লুক উড টি২০ স্কোয়াডে ফিরেছেন দীর্ঘদিন পর।
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের পরে বড় পরিবর্তন
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ইংল্যান্ড দলে বড় পরিবর্তন এসেছে। ওই টুর্নামেন্টে কোনও ম্যাচ জিততে না পারার পর অধিনায়কত্ব ছেড়ে দেন জোস বাটলার। দলে জায়গা পাননি মার্ক উড, যিনি হাঁটুর চোটে ভুগছেন এবং কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বাদ পড়েছেন ফিল সল্ট ও লিয়াম লিভিংস্টোনও, যদিও সল্ট টি২০ দলে ফিরবেন বলে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন … ইংল্যান্ড সফরে ভারত ‘এ’ দলে যশস্বী, ইশান! চোটের কারণে বাদ পড়তে পারেন RCB তারকা– রিপোর্ট
আইপিএল-এর প্রভাব লক্ষণীয়
ফিল সল্ট ও লিভিংস্টোন বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে এবং জোস বাটলার খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। তিন দলেরই প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকায় এই সিরিজের শুরুর ম্যাচগুলোতে কিছু খেলোয়াড় দেরিতে যোগ দিতে পারেন। উইল জ্যাকস মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুবাদে তার উপস্থিতিও নির্ভর করবে আইপিএলের পারফরম্যান্সের উপর।
ব্রুকের অধিনায়কত্বে প্রথম পরীক্ষা
হ্যারি ব্রুকের জন্য এটি হবে অধিনায়ক হিসেবে বড় মঞ্চে প্রথম পরীক্ষা। তার নেতৃত্বে একটি নবীন ও পুনর্গঠিত দল ওয়েস্ট ইন্ডিজের মতো চ্যালেঞ্জিং প্রতিপক্ষের মুখোমুখি হবে।
আরও পড়ুন … ওকে ছাড়া অন্য কাউকে টেস্ট অধিনায়ক হিসাবে ভাবা যায় না… কিংবদন্তিদের প্রথম পছন্দ কে?
ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াড
ওয়ানডে স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জেকব বেটেল, জোস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, ম্যাথিউ পটস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ
টি২০ স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জেকব বেটেল, জোস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, ম্যাথিউ পটস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, লুক উড
আরও পড়ুন … বড় সমস্যায় পড়তে পারে IPL 2025 প্লে-অফের দৌড়ে থাকা দল! চাপে RCB, PBKS, GT ও MI