অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দলও সেখানে অংশগ্রহণ করবে। প্রথমে ঠিক ছিল এই বিশ্বকাপ হবে বাংলাদেশে, কিন্তু অশান্ত পরিস্থিতির জেরে প্রতিযোগিতা শুরুর মাস দেড়েক আগেই টুর্নামেন্ট অন্য দেশে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই টি২০ বিশ্বকাপ এবারে ঐতিহাসিক ঘটনারই সাক্ষী থাকতে চলে💧ছে। এই প্রথমবার আইসিসির পুরুষ এবং মহিলা ক্রিকেটের বিশ্বকাপের জন্য সমান পুরস্কার মুল্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আইসিসি টি২০ বিশ্বকাপ জেতা পুরুষ দল যে পরিমাণ পুরস্কার মুল্য পাবে, মহিলারা টি২০ বিশ্বকাপ জিতলেও আইসিসির তরফ থেকে একไই পরিমাণ প্রাইজ মানি তাঁরা পাবেন এবারের টি২০ বিশ্বকাপের শেষে।
আরও পড়ুন-এশিয়ান চ্🌺যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে🐠 চ্যাম্পিয়ন ভারত!
২০২৩ সালেই আইসিসিরি বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধাꦯন্ত নেওয়া হয়েছিল, আর সিদ্ধান্তই বাস্তবায়িত হতে চলেছে আর কয়েক সপ্তাহ পরেরই মহিলাদের টি২০ বিশ্বকাপের মঞ্চে। আইসিসির তরফে টার্গেট নেওয়া হয়েছিল ২০৩০ সাল নাগাদ পুরুষ এবং মহিলাদের পুরস্কার মুল্য সমান করার। কিন্তু তার ছয় বছর আগেই সেই লক্ষ্যপূরণের সিদ্ধান্তই গ্রহণ করে ফেলে আইসিসি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি২০ বিশ্বকাপের পুরস্কার মুল্যের তুলনায় ১৩৪ গুন বাড়ল ২০২৪ মহিলা টি২০ বিশ্বকাপের পুরস্কার মুল্য।
গতবার মহিলাদের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ মিলিয়ন ডলার। এবার সেই অর্থই বাড়িয়ে করা হয় ২.৩৪ মিলিয়ন ডলার। রানার্স আপ পাবে ১.১৭ মিলিয়ন ডলার, এক্ষেত্রেও গতবারের তুলনায় ১৩৪ গুন বেশি। গতবার রানার্স আপ দল পেয়েছিল ৫ লক্ষ ডলার। সেমিফাইনালিস্ট বাকি দলগুলো পাবে ৬৭৫,০০০ ডলার। গতবার টি২০ বিশ্বকাপের পুরস্কার মুল্য বাবদ আইসিসি বরাদ্দ করেছিল ২.৪৫ মিলিয়ন ডলার। এবারে সেই অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৫৮০৮০ ডলারে। দলগুলিও একই পজিশনে শেষ করার জন্য বা ম্যাচ জয়ের জন♊্য সমান পরিমাণ অর্♊থই এবার থেকে পাবে আইসিসির থেকে।
আরও পড়ুন-কলকাতা লিগের সুপার সিক্সে ﷽দুরন্ত ইস্টবেঙ্গল! সুরুচি সঙ্ঘকে হারাল ৫-০ গোলে…
গ্রুপ স্টেজে প্রতি ম্যাচে জয় পিছু প্রত্যেক দল পাবে ৩১,১৫৪ ডলার। যে ৬টি দল সেমিফাইনালে পৌঁছাবে না তাঁরা পাবে মোট ১.৩৫ মিলি𓂃য়র ডলার। প্রত্যেক গ▨্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা দল পাবে ২৭০০০০ ডলার। পঞ্চম স্থানে শেষ করা দল পাবে ১৩৫০০০। দলগুলি কমপক্ষে ১১২,৫০০ ডলার অর্থ পাবে টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করলেই। ৩ অক্টোবর শারজাহতে স্কটল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের মহিলাদের টি২০ বিশ্বকাপ। মোট ১০টি দল ২৩টি ম্যাচ খেলার পর নিশ্চিত হবে এবারে মহিলাদের টি২০ বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে। ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে।