প্রথম ইনিংসে বাড়তি আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দেন। তবে দ্বিতীয় ইনিংসে সেই ভুল করেননি বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কোচিত দৃঢ়তায় সেঞ্চুরি করে সিলেট টেস্টে বাংলাদেশকে আপাত নিরাপদ লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে🦩ন তিনি।
বাংলাদওেশের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২৬৬ রান তুলে। তৃতীয় দিনে তার পর থ💦েকে খেলতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩১৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৭ রানের সংক্ষিপ্ত লিড নেয় কিউয়িরা।
দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে ৩ উইকেটের বিনি🤪ময়ে ২১২ রান তোলে। যার অর্থ, আপাতত কিউয়িদের থেকে ২০৫ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। হাতে রয়েꦕছে ৭টি উইকেট। সুতরাং, শেষ ইনিংসে নিউজিল্যান্ডের সামনে বড়সড় লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেওয়া অসম্ভব নয় বাংলাদেশের পক্ষে। সেক্ষেত্রে শেষ ইনিংসে কিউয়িদের স্পিন জালে জড়িয়ে জয় তুলে নেওয়ার সম্ভাবনাও উজ্জ্বল মেহেদিদের।
দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন ১০টি বাউন্ডারির সাহায্যে ১৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন। মাহমুদুল হাসান জয় ৮, জাক♔ির হাসান ১৭ ও মোমিনুল হক ৪০ রান করে আউট হন। মাহমুদুল ও মোমিনুল দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন। জাকিরের উইকেটটি তুলে নেন আজাজ প্যাটেল।
ক্যাপ্টেন নাজমুলের সঙ্গে তৃতীয় দিনের শেষে অপরাজিত থাকেন অভিজ্𝓀ঞ মুশফিকুর রহিম। তিনি ৫টি বাউন্ডারির সাহা๊য্যে ৭১ বলে ৪৩ রান করেছেন। উইকেট না পেলেও তৃতীয় দিনে আঁটোসাটো বোলিং করেন দুই কিউয়ি পেসার টিম সাউদি ও কাইল জেমিসন। সাউদি ১২ ওভারে ৩টি মেডেন-সহ মোটে ২২ রান খরচ করেছেন।
উল্লেখ্য, সিলেটে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশে। তারা প্রথম ইনিংসে ৩১০ রান তুলে অল-আউট হয়। ওপেনার মাহমুদুল হাসান জয় দলের হয়ে সব থেকে বেশি ৮৬ রান করেন। এছাড়া ক্যাপ্টেন নাজমুল হোসেন শ🐲ান্ত ৩৭ ও অভিজ্ঞ মোমিনুল হক 🌌৩৭ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে গ্লেন ফিলিপস ৪টি উইকেট নেন।