ক্রিকেট অনিশ্চয়তার খেলা সন্দেহ নেই। তার উপর টি-২০ ক্রিকেটে আগে থেকে কাউকে ফেভারিট বেছে রাখ🌞া কঠিন। ২০ ওভারের ম্যাচে অল্প সময়েই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। নিজেদের দিনে যে কোনও দলই প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের টি-২০ সিরিজ হারের জন্য এমন সব যুক্তি ধোপে টেকা মুশকিল।
বিশ্বের সেরা অল-রাউন্ডার রয়েছেন যাদের দলে, তারা আমেরিকার মতো দুর্বল দলের কাছে একটি ম্যাচ হেরে বসলে সেটাকে অঘটন বলা যায়। তবে পরপর ২টি ম্যাচে হারতে হলে এটা মেনে নিতে হয় 🍸যে, ধারাবাহিকতা দেখিয়েছে যে দল, বাজিমাত কর🍎েছে তারাই। সুতরাং, বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার টি-২০ সিরিজ জয়কে কাকতালীয় বলা যাবে না মোটেও।
নিতান্ত চুনোপুঁটি কোনও দলের কাছে সিরিজ হারতে হলে তার কারণ ব্যাখ্যা করা নিতান্ত কঠিন হয় ক্যাপ্টেনের পক্ষে। অথচ পালিয়ে বাঁচার উপায় নেই। নিরুপায় হয়ে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্তকে এমন ভরাডুবির কারণ দর্শাত🃏ে হয়। তিনি কোনও রকমে হারের জন্য যে যুক্তি পেশ করেন, তাকে ক্রিকেটীয় বুদ্ধিতে মেনে নেওয়া মুশকিল। তাই যুক্তি না বলে নাজমুল অজুহাত পেশ করেন বলাই শ্রেয় হবে।
নাজমুল আসলে মিডল অর্ডার ব্যাটারদের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। তবে বাকিরা কী করছিলেন, সেই প্রশ্নের যথাযথ জবাব পাওয়া কঠিন। আমেরিকার কাছে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের পরে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল বলেন, ‘এই হার আমাদের কাছে নিতান্ত হতাশাজনক। মা𝓡ঝের ওভারে আমরা পরপর উইকেট হারিয়েছি। আমাদের হারের কারণ সেটাই। আমরা ভালো খেলতে পারিনি। তবে পরের ম্যাচে ভালো পরিকল্পনার সঙ্গে মাঠে নামার সুযোগ রয়েছে আমাদের কাছে।’
প্রথমত, জয়ের লক্ষ্য এমন কিছু বড় ছিল না𒉰। ওপেনার সৌম্য (০) ছাড়া প্রথম পাঁচজন ব্যাটারের চারজন সেট হয়ে গিয়েছিলেন। তানজিদ ১৯, নাজমুল ৩৬, তৌহিদ ২৫ ও শাকিব ৩০ রান করেন। তুলনায় দুর♚্বল দলের বিরুদ্ধে ১৪৫ রানের টার্গেটে পৌঁছতে লোয়ার অর্ডার ব্যাটারদের প্রয়োজন পড়বে কেন, সেটাই বুঝে ওঠা মুশকিল। আসলে সেটা হয়ে যাওয়া চার ব্যাটারই ঠুকঠুকে ক্রিকেট খেলে বাংলাদেশকে হারের মুখে ঠেলে দেন, প্রকাশ্যে এটা মেনে নেওয়ার সাহস দেখাতে পারেননি নাজমুল।
উল্লেখ্য, আ൲মেরিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৫৩ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে আমেরিকা ৫ উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচꦰ জিতে যায়। ৫ উইকেটে ম্যাচ জেতে আমেরিকা।
দ্বিতীয় টি-২০ ম্যাচে আমেরিকা শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান তোলে। পালট🔯া ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানে ম্যাচ জেতে আমেরিকা। সেই সুবাদে তারা ১ ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের টি-২০ সিরিজ জিতে যায় ২-০ ব্যবধানে।