চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের একই মাঠে সব ম্যাচ খেলার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স-সহ অন্যান্য দলের অনেক খেলোয়াড় এবং প্রাক্তন ক্রিকেটাররা এই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু করেছেন। এবার তাঁদের জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর।
জাফরের মতে, আইসিসির ভারতের ম্যাচ দুবাই ছাড়াও শারজা ও আবুধাবিতে রাখা উচিত ছিল যাতে খেলোয়াড়রা আলাদা আলাদা হোটেলে থাকতে পারেন। তাহলে অন্য খেলোয়াড় এবং প্রাক্তন ক্রিকেটারদের এই নিয়ে সমস্যা হতো না।
উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে টুর্নামেন্টের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে না। মূলত কূটনৈতিক কারণেই ভারতীয় দল পাকিস্তানে যেতে রাজি হয়নি। তাই এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের তিনটি শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজিত হচ্ছে আমিরশাহির দুবাইয়ে। একমাত্র ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। বাকি দলগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে বিভিন্ন স্টেডিয়ামে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওয়াসিম জাফর বলেছেন, ‘এইসব লোকদের খুশি করার জন্য আইসিসির উচিত ছিল ভারতের একটি ম্যাচ শারজায় এবং একটি আবু ধাবিতে রাখা। সেই সঙ্গে ওদের অন্য হোটেলে চেক ইন করার অনুমতি দেওয়া উচিত ছিল। তাহলে এই প্রসঙ্গ উঠত না। এক্ষেত্রে আমি বলতে চাইছি যে, ভারত যদি যেতে না চায়, তাহলে পাকিস্তান এবং অন্যান্য দেশের সামনেই সেই বিকল্প ছিল।’
জাফর আরও বলেন, ‘ভারত স্পষ্টতই রাজনৈতিক কারণে বা সরকারি বিধি-নিষেধের জন্য পাকিস্তানে যেতে চায়নি। তাহলে আমাদের সামনে কী বিকল্প ছিল? আমরা চাই ভারত এবং পাকিস্তান এই টুর্নামেন্টে খেলুক। ভারত ছাড়া কোনও টুর্নামেন্ট হবে না। তাই এই সব কথা বন্ধ করার জন্য ভারতের আবু ধাবি ও শারজাতেও খেলা উচিত ছিল, এবং অহেতুক চর্চা বন্ধ করার জন্য এখানে-ওখানে একাধিক হোটেলে চেক-ইন করা দরকার ছিল।’
ওয়াসিম জাফর এই প্রসঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছেন, যখন ৩৫ দিনের মধ্যে ভারতীয় দল প্রায় ১৩০০০ কিলোমিটার পাড়ি দিয়ে ৯টি ভিন্ন স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল। তখন কেউ এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেননি।
প্রাক্তন ভারতীয় তারকা বলেন, ‘যদি আপনি ২০২৩ বিশ্বকাপের কথা বলেন, তাহলে ভারত ৯টি ম্যাচ আলাদা আলাদা ভেন্যুতে খেলেছে। ভারত কখনোই পরপর দুটি ম্যাচ খেলেনি, অন্য সব দল খেলেছে এবং আমরা কখনোই এই বিষয়ে কথা বলিনি। আমার মনে হয় পাকিস্তান হায়দরাবাদে কিছু ম্যাচ খেলেছে, বাংলাদেশ কলকাতায় খেলেছে। অনেক অন্যান্য দলও পরপর ম্যাচ খেলেছে, কিন্তু ভারত কখনোই খেলেনি। কিন্তু আমরা কখনোই এই বিষয়ে কথা বলিনি। আসল কথা হল টুর্নামেন্ট জিততে এবং ট্রফি হাতে তুলতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে।’