সম্প্রতি বাংলায় পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজদের প্রাক্তন তারকা অলরাউন্ডার তথা কিংবদন্তি ক্রি﷽কেটার ক্লাইভ লয়েড। ইতিমধ্যেই, ঘুরে দেখে নিয়েছেন পুরো কলকাতা শহর। যদিও এর আগে তিনি বহুবার এসেছেন কলকাতায়। শুক্রবার তিনি এসে উপস্থিত হলেন সাতগাছিয়ার ♒বড় মাঠে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে। তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
স্বামী বিবেকানন্দর জন্মদিনে মাল্যদান করার পাশাপাশি উপস্থিত সকল ভক্তদের অটোগ্রাফও দেন তিনি। এছাড়াও এদিন মঞ্চে দাঁড়িয়ে ব্যাট🧔 হাতে পোজ দেন তিনি। তবে এদিন এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে প্রশংসা করতে শোনা যায় বিরাট কোহলি, রোহিত শর্মা ও শুভমন গিলের। তিনি বলেন যে সব ফরম্যাটেই দারুণ খেলা দেখাচ্ছেন তিনজনে এবং আসন্ন টি-২০ বিশ্বকাপে দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার দুটোই দরকার।
লয়েড বলেন, 'বর্তমানে টিম ইন্ডিয়ায় যারা খেলছে তারা সকলেই ভালো 𝓰ক্রিকেটার। শুভমন গিল, শ্রেয়স আইয়ার দু'জনেই দ্রুত রান করতে পারে। সামনেই রয়েছে টি২০ বিশ্বকাপ এবং আমি মনে করি শুধু তরুণ ক্রিকেটারদের খেলালে চলবে না। অভিজ্ঞ ক্রিকেটারদেরও প্রয়োজন। একা তরুণ ব্রিগেড নিয়ে কেউই আজ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। সুতরাং আমি মনে করি বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেরই প্রয়োজনীয়তা রয়েছে। দুজনকেই খেলানো দরকার। ওরা যেভাবে সব ফরম্যাটে খেলা এগিয়ে নিয়ে যায় সেটা সত্যি দেখার মতো এবং প্রশংসার যোগ্য। তবে হ্যাঁ দলে এখন অনেক নতুন ক্রিকেটার আসছে, যেটা একদিকে খুব ভালো কথা। এদের সবাইকে নিয়েই একটা সেরা দল গড়তে হবে।'
পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটারকে জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে সেরা অধিনায়ক কে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'দেখুন এই প্রশ্নের উত্তর খুবই কঠিন কারণ সময়ের সঙ্গে সঙ্গে পালটে গিয়েছে খেলা। আমাদের সময় ক্রিকেট যা ছিল, এখন আর সেটা নেই। এখন সব ফরম্যাটও আলাদা হয়ে গিয়েছে এবং বিভিন্ন ফরম্যাটের জন্য রয়েছে বিভিন্ন অধিনায়ক। অধিনায়ক হয়ে রোহিত যথেষ্ট ভালো কাজ করছে। প𓆉াকিস্তানের যিনি অধিনায়ক উনি ভালো করছেন না এই মুহূর্তে। বাটলার যদিও স♏মস্যায় আছে এখন তবে আশা করছি দ্রুতই সেই সমস্যার সমাধান করে ও আগে এগিয়ে যাবে। নিউজিল্যান্ডের অধিনায়কও বেশ ভালো। তাই আমি বলবো এরা কেউ কারোর চেয়ে কোন অংশে কম নয়।'