দিল্লি ক্যাপিটালসকে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে কার্যত ঢেলে সাজাতে হবে দল। কেননা পুরনো স্কোয়াডের মোটে ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা।𒁃 পর্যাপ্ত অর্থ হাতে নিয়েই নিলামের টেবিলে বসবে ক্যাপি♍টালস। তাই একাধিক বড় নামের পিছনে দৌড়তে পারে দিল্লি।
দিল্লি ক্যাপিটালস কত টাকায় কাদের রিটেন করেছে
১. অক্ষর প্যাটেল- ১৬ কোটি ৫০ লক্ষ টাকা।২. কুলদীপ যাদব- ১৩ কোটি ২৫ লক্ষ টাকা।৩. ত্রিস্তান স্টাবস- ১০ কোটি টাকা।৪. অভিষেক পোড়েল- ৪ কোটি টাকা।
দিল্লি ক্যাপিটালস কতজন ক্রিকেটারকে দলে নিতে পারবে
দিল্লি ক্যাপিটালস মোট ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি, যﷺাঁদের মধ্যে সর্বাধিক ৮ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। সেই নিরিখে দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে সর্বাধিক ২১ জন ক্রিকেটার দলে নিতে পারে। দিল্লির ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে একজন বিদেশি। তাই তারা নিলাম থেকে সর্বাধিক ৭ জন বিদেশি 💜ক্রিকেটার দলে নিতে পারে।
অন্যদিকে কোনও ফ্র্যাঞ্চাইজি সব থেকে কম ১৮ জনের স্কোয়াড গড়তে পারে। দিল্লির হাতে রয়েছে ৪ 🔯জন ক্রিকেটার। সেই নিরিখে নিলাম থেকে অন্তত ১৪ জন ক্রিকেটারকে দলে ন༺িতেই হবে ক্যাপিটালসকে।
নিলামের জন্য কত টাকা হাতে রয়েছে দিল্লি ক্যাপিটালসের
দল গড়ার জন্য কোনও ফ্র্য়াঞ্চাইজি সর্বাধিক ১২০ কোটি টাকা খরচ করতে পারে। দিল্লি ৪ জন ক্রিকেটারকে রিটেন করতে গিয়ে খরচ করেছে ৪৩ কোটি ৭৫ লক্ষ টাকা। সুতরাং, ৭৬ কোটি ২৫ লক্ষ টাকা হাতে নিয়ে নিলামের আসরে ✤যোগ দেওয়ার কথা দিল্লি ক্যাপিটালসের। যদিও আইপিএলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লির হাতে রয়েছে ৭৩ কোটি টাকা।
ক'টি আরটিএম কার্ড রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে
রিটেন ও 💛রাইট টু ম্যাচ কার্ড মিলিয়ে পুরনো স্কোয়াডের সব থেকে বেশি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ক📖োনও ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালস ৪ জন ক্রিকেটারকে রিটেন করেছে। সুতরাং, তাদের হাতে রয়েছে ২টি আরটিএম কার্ড।
পুরনো স্কোয়াডের কাদের দলে ফেরানোর চেষ্টা করতে পারে দিল্লি
দিল্লি চেষ্টা করেও ঋষভ পন্তকে দলে ফেরাতে পারবে বলে মনে হয় না। কেননা পঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি আরও বেশি টাকা নিয়ে ঝাঁপাবে পন্তের জন্য। তবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, মিচেল মার্শ, খলিল আহমেদ, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, ডেভিড ওয়ার্নার, যশ ধুল, ললিত যাদবদের দলে ফেরানোর চꦚেষ্টা করতে পারে দিল্লি। মিচেল মার্শ ও মুকেশ কুমারের জন্য রাইট টু ম্যꦅাচ কার্ড ব্যবহার করতে পারে ক্যাপিটালস।
নিলাম থেকে কোন কোন নতুন ক্রিকেটারকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে দিল্লি
মার্কি ক্রিকেটারদের প্রথম সেট থেকে শ্রেয়স আইয়ারকে দলে নিতে মরিয়া হয়ে ঝাঁপাতে পারে দিল্লি। এছাড়া মহম্মদ সিরাজ ও লোকেশ রাহুলের দিকেও নজর থাকবে তাদের। শামিকেও টার্গেট করতে পারে দিল্লি। জোস বাটলার, কাগিসো র📖াবাদা, ফিল সল্টের দিকেও চোখ থাকবে ক্যাপিটালসের।