ཧ শেষ ৩ ওভারে জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ছিল ২০ রান। হাতে ছিল ৭টি উইকেট। টি-২০ ক্রিকেটে ১৮ বলে ২০ রান তোলা এমন কিছু কঠিন কাজ নয়। তবে তুলনামূলক সেই সহজ কাজটাই করতে পারলেন না হরমনপ্রীত কৌররা। শেষ ৩ ওভারে ৩ উইকেট খুইয়ে মাত্র ১৪ রান সংগ্রহ করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে চলতি উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে ওঠে আরসিবি।
𒉰 শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ডব্লিউপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচে সম্মুখসমরে নামে আরসিবি ও গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও তারা বড় রানের ইনিংস গড়ে তুলতে ব্যর্থ হয়।
𓆏 আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে। এলিস পেরির হাফ-সেঞ্চুরির সুবাদে লড়াই করার রসদ জোগাড় করে নেয় তারা। নাহলে ব্যাঙ্গালোরের আর কোনও ব্যাটার বড় রানের ইনিংস গড়তে পারেননি। পেরি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন।
♕ এছাড়া স্মৃতি মন্ধনা করেন ৭ বলে ১০ রান। মারেন ২টি চার। সোফি ডিভাইনও ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১০ রান করেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ১৪ রান করেন রিচা ঘোষ। জর্জিয়া ওয়ারহ্যাম ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২টি করে উইকেট নেন হেইলি ম্যাথিউজ, ন্যাট সিভার ব্রান্ট ও সাইকা ইশাক।
𒀰 জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩০ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে আরসিবি। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।
🐠 মুম্বইয়ের হয়ে ৩০ বলে ৩৩ রান করেন হরমনপ্রীত কৌর। তিনি ৪টি চার মারেন। ২৫ বলে ২৭ রান করে নট-আউট থাকেন অ্যামেলিয়া কের। তিনি ২টি চার মারেন। যস্তিকা ভাটিয়া ১৯, হেইলি ম্যাথিউজ ১৫ ও ন্যাট সিভার ব্রান্ট ২৩ রান করেন।
🍰 আরসিবির শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন এলিস পেরি, সোফি মলিনাক্স, জর্জিয়া ও আশা। ম্যাচের সেরা হন পেরি। ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আরসিবি।