শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ১৮ বছরের পুরনো বিশ্ব রেকর্ড অল্পের জন্য রক্ষা পেল। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে অরুণাচল প্রদেশ ও গোয়ার মধ্যকার ম্যাচে দুটি বড় রেকর্ড গড়েছে। প্র🌳থম শ্রেণির ক্রিকেটে এটি দ্বিতীয়বার এমনটা হল। আসলে একই ইনিংসে দুই ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করেছেন। এছাড়া রঞ্জি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জুটিও দেখা গেল এই ম্যাচে।
গোয়ার হয়ে, কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌথাঙ্কর উভয়েই ট্রিপল সেঞ্চুরি করেছেন। এই সময়ে তাদের মধ্যে ৬০৬ রানের অবিচ্ছিন্ন জুটি দেখা গিয়েছে। গোয়া দুই উইকেটে ৭২৭ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জু🍸টির বিশ্ব রেকর্ডটি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের দখলে রয়েছে♍। ২০০৬ সালে কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬২৪ রানের জুটি গড়েছিলেন দুই তারকা ক্রিকেটার।
গোয়ার ইনিংস ঘোষণা না হলে সাঙ্গাকারা ও জয়াবর্ধনের এই বিশ্ব রেকর্ডও আজ ভেঙে যেতে পারত। এর আগে, অরুণাচল প্রদেশের দল প্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। এই সময়ে অর্জুন তেন্ডুলকর ৯ ওভারে ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। গোয়া ১২ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরানে প্রথম উইকেট এবং ১২১ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল। কিন্তু এর পরে স্নেহাল এবং কাশ্যপ দলকে আর কোনও ধাক্কা খেতে দেননি।
এই সময়ে কাশ্যপ ২৬৯ বলে ৩৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। যেখানে স্নেহাল ২১৫ বলে ৪৫টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৩১৪ রান করেন। মনে হচ্ছে অরুণাচল প্রদেশ এবং গোয়ার মধ্যকার এই ম্যাচটি হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ অরুণাচল প্রদেশ দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে চার উইকেট হারিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুটি ট্রিপল সেജঞ্চুরি করার কীর্তিটি হয়েছিল ১৯৮৯ সালে। সেই ম্যাচে গোয়ার বিরুদ্ধে একই ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করেন ত🃏ামিলনাড়ুর ডব্লিউভি রমন ও কৃপাল সিং।
রঞ্জি ট্রফিতে সর্বাধিক রান-
৬০৬ অপরাজিত – কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌথাঙ্কর – গোয়া বনাম অরুণাচল ൩প্রদেশ – রঞ্জি ট্রফি ২০২৪-২🌳৫
৫৯৪ অপরাজিত – স্বপ্ন𝓡িল সুগালে এবং অঙ্কিত বাওয়ানে – মহারাষ্ট্র বনাম দিল্লি- রঞ্জি ট্রফি ২০১৬-১৭