পঞ্জাবের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বড় রান তুলতে না পারলেও স্যান্টনার, জাদেজারা সেই রান ডিফেন্ড করে দিয়েছেন। এই জয়ের সঙ্গে সঙ্গেই লিগ টেবিলে নিজেদের স্থান কিছুটা মজবুজ করেছে রুতুরাজ গায়েকওয়াড়ের চেন্নাই সুপার কিংস। এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে উঠে আসছে প্রশ্ন। রবিবার পঞ্জাবের বিপক্ষে তিনি ব্যাট করতে নামেন ৯ নম্বরে। অর্থাৎ তাঁর আগেই ব্যাট করতে আসেন শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনাররা। স্বাভাবিকভাবে তাঁরা কেউই ধোনির মানের ব্যাটার নন। শার্দুল যদিও বা ১১ বলে ১৭ রান করেন, সেখানে স্যান্টনার করেন ১১ বলে༒ ১১ রান। চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান করে ৯ উইকেটে। মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নেমেই হার্ষাল প্যাটেলের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। কিন্তু তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন ১৯তম ওভার চলছে।
আরও পড়ুন-IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির🐠 তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার
১৩তম ওভারে মিচেল সꦇ্যান্টনারকে ব্যাট করতে পাঠানো হয়। এরপর স্যান্টনার আউট হলে ১৭তম ওভারে পাঠানো হয় শার্দুল ঠাকুরকে। আর তাতেই চটেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে ৯ নম্বরে যদি মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে আসেন, সেক্ষেত্রে তাঁর খেলা উচিত নয়। বরং একজন বোলার অতিরিক্ত খেলানো উচিত। কারণ তখন ম্যাচের অন্তিম লগ্নে ধোনি এসে কত রান করবেন? বরং দলের প্রয়োজনের সময় তিনি একটু আগে নামলে তাতে দলের রানও বেশি হতে পারত, সঙ্গে তিনিও সেট হওয়ার সময় পেতেন।
কদিন আগেই চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং 𓆏বলেছিলেন, মাহিকে খুব 🌟বেশি বল খেলার জন্য পাঠানো যাবে না, কারণ ওর চোট রয়েছে। একাধিক ম্যাচেই দেখা গেছে মাহি পায়ে আইসব্যাগ লাগিয়ে রেখেছেন। এরই মধ্যে পঞ্জাব ম্যাচের পর হরভজন সিং বলছেন, ' শার্দুল ঠাকুর কখনও ধোনির মতো শট খেলতে পারে নাকি? আমি জানিনা ধোনি কিভাবে এত বড় ভুল করল। কারোর অনুমতি ছাড়া তো কিছু হয়না। আমি এটা কখনই মানব না যে ধোনির পিছনের দিকে আসার সিদ্ধান্তটা অন্য কেউ নিয়েছে। ধোনির কখনই উচিত নয়, ৯ নম্বরে ব্যাটিং করতে আসা। তার থেকে ভালো, প্রথম একাদশে একজন অতিরিক্ত ফাস্ট বোলার রাখা। আজকে দলের দরকার ছিল চটজলদি রান, সেখানে ধোনি না এসে, ঠিক করেনি। যেটা সত্যি কথা, সেটা বলবই।
আরও পড়ুন-হঠাৎ✱ই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, ম🃏ারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো
ম্যাচে অবশ্য ধোনি আগে𒉰 নামলে আরও কিছুটা রান যোগ হলেও হতে পারত। কিন্তু তাও দল জিতে যাওয়ায় খুশি সিএসকে টিম ম্যানেজমেন্ট। তাঁদের পরের ম্যাচ শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে।