দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচেও ব্যর্থ ভারতের মিডল অর্ডার। এদিনও হতাশ করলেন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় টি-২০ ম্যাচে পরাজয়ের পর সেঞ্চুরিয়ানে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ছিল ভারতের। ৫ নম্বরে ব্যাট করতে এসে খুব বেশি কিছু করে উঠতে পারেননি হার্দিক। মাত্র ১৬ বলে ১৮ করে আউট হয়ে যান তিনি। তাঁকে আউট করেন কেশব মহারাজ। হার্দিক সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান। তখনই ঘটে এক আজব কাণ্ড। DRS নেওয়ার সিদ্ধান্ত নেন হার্দিক। কিন্তু থার্ড আম্পায়ার রিপ্লে ঠিক করে দেখার আগেই প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান তিনি। এনিয়ে নেট দুনিয়ায় সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন DRS এইভাবে নষ্ট করার মানে কী! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খুব একটা ভালো ফর্মে নেই হার্দিক। এখনও পর্যন্ত শুধু দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৫ বলে ৩𝕴৯ রান করেছিলেন তিনি।
ঘটনাটি কী ঘটে:
ভারত যখন ব্যাট করছিল তখন ১৩ তম ওভারে এই ঘটনাটি ঘটে। বল করছিলেন কেশব মহারাজ। ওভারের পঞ্চম বলে সুইপ খেলতে যান হার্দিক। কিন্তু তিনি বলের লেন্থ সঠিক ভাবে পড়তে পারেননি। ফলে বল ব্যাটের পরিবর্তে গিয়ে লাগে প্যাডে। আম্পায়ার আউট দিলে দ্রুত DRS নেন হার্দিক। তবে অবাক করা দৃশ্য ধরা- তিনি পুরো রিভিউ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ক্রিজ ছেড়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা লাগান। এমনকী বল ট্র্যাকিং প্রক্রিয়াও শুরু হয়নি তখনও। পান্ডিয়া শুধু বল ব্যাটে লেগেছিল কিনা সেটা কনফার্ম করার জন্য DRS নিয়েছিলেন! তিনি যখন বুঝতে পারেন বলের কোনও অংশ ব্যাটের কানায় লাগেনি তখনই মাঠ ছাড়েন। এমনকী টিভি আম্পায়ারের ডিসিশন জানানোর আগে। অনেকটা একই রকম ঘটনা ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসে, যখন ত্রিস্তান স্টার্বস অক🦄্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি টাইগারদের বিরুদ্ধে ৩ ম্যাচে ২২২.৬৪ স্ট্রাইক রেটের সঙ্গে ১১৮ রান করেছিলেন। আশা করা যায় প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ম্যাচে জ্বলে উঠবেন তিনি। উল্লেখ্য, ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১১ রানে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে তিলক বর্মা এবং অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে লড়াই ভালো দিয়েছিল মার্করামরা। তবে শেষ পর্যন্ত ম্যাচ ১১ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। এর আগে প্রথম টি-২০ ম্যাচটি ৬১ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় টি-২০ ম্যাচে অবশ্য ৩ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের এখনও ১টি ম্য♒াচ বাকি রয়েছে, সেটি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর।