অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে ৯ রানে হে🧸রেছে ভারতীয় মহিলা দল। কাজে লাগেনি হরমনপ্রীত কৌরের অর্ধশতরান। শা𒆙হজাহ ক্রিকেট স্টেডিয়ামে যে গতিতে রান তোলা উচিত ছিল, সেই গতিতে তুলতে পারেনি ভারত। ১৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতকে থামতে হয় ১৪২ রানেই। এরই মধ্যে অধিনায়ক হরমনপ্রীত কৌরের ইনিংস এসেছে প্রশ্নের মুখে।
আরও পড়ুন-‘আমি ব্যা🅰টার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…
দায়িত্ব নেওয়ার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপের ম্যাচে ভারতকে কার্যত বিপাকে ফেলে দিল হরমনপ্রীত কৌরের সিদ্ধান্ত। তিনিই দলে সেরা ব্যাটার সেই মূহূর্তে, জানার পরেও ম্যাচ জেতাতে নিজে স্ট্রাইক না নিয়ে, দুবার সিঙ্গলস নিলেন ভারত অধিনায়ক। তাতে ভারতের ম্যাচ জেতার স্বপ্ন কার্যত জলে চলে গেল চোখের𒅌 সামনে। এই ঘটনায় বেজায় বিরক্ত ভারতীয় ক্রিকেটমহল।
আরও পড়ুন-ꦆ‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য🍰 আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের
ঘটনার সূত্রপাত ম্যাচের অন্তিম ওভারে। এর আগে ১৮তম ওভারে এসেছিল ১২ রান। ১৯তম ওভারে এসেছিল ১৪ রান। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রানের জয়ের জন🀅্য। আর সেই জলে চলে আসলেই টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পকেটে চলে আসত তাঁদের। কিন্তু হরমনপ্রীতের বেশ কয়েকটি সিদ্ধান্ত শেষ ওভারেꦫ, ভারতকে চাপে ফেলে দিল। যা দেখে মনে হল মেগা ইভেন্টে ম্যাচ ফিনিশ করার জন্য যে দক্ষতা এবং স্নায়ুচাপ ধরে রাখার ক্ষমতা লাগে, তা নেই হরমনপ্রীতের।
২০তম ওভারে ভারতীয় মহিলা দলকে নিয়ে ভক্তরা স্বপ্ন দেখা শুরু করেছিল🌠েন কারণ প্রথম থেকেই স্ট্রাইকে ছিলেন হরম🍌নপ্রীত কৌর। কিন্তু প্রথম বলেই তিনি লং অফের দিকে বল ঠেলে সিঙ্গলস নেন, স্ট্রাইক পান মূলত বোলার হিসেবে পরিচিত পুজা বস্ত্রেকর। এরপর তিনি আউট হন, তৃতীয় বলে অরুন্ধতী রেড্ডি একপ্রকার নিজে রানআউট হয়ে স্ট্রাইকে আনেন হরমনপ্রীতকে। তখনও ভারতের কাছে বাকি ছিল ৩ বলে ১৩ রান।
আরꦅও পড়ুন-নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার…
এরপর চতুর্থ বলে ফের একবার শট খেলতে গিয়ে বলে কানেক্ট না হতেই সিঙ্গলস নেন হরমনপ্রীত। তখনই কার্যত বোঝা গেছিল পোড় খাওয়া অ্যানাবেল সাদারল্যান্ডের বিপক্ষে পরপর দুই বলে ছয় মেরে ম্যাচ জেতানো সম্ভব নয় শ্রেয়াঙ্কা পাতিল বা রাধা যাদবদের পক্ষে। শেষ পর্যন্ত ভারত ৯ রানে ম্যাচ হেরে যায়। এর মধ্যে হরমনপ্রীত কৌ🔥র গুরুত্বপূর্ণ ওভারে খেলেন মাত্র ২টি বল।