সোমবারই শেষ হয়েছে চলতি মরশুমে রঞ্জি ট্রফির গ্রুপ লিগের ম্যাচ। বাংলা এই বছর নকআউটে উঠতে পারেনি। গ্রুপ লিগ থেকেই বꦡিদায় নিয়েছে। বাকি চারটি গ্রুপ থেকে উঠেছে মোট আটটি দল। এই আটটি দলের মধ্যে নকআউট পর্বের ম্যাচ হবে।
গত বারে♔র রানার্স বাংলা গ্রুপ লিগ থেকে বিদায় নিলেও, গত বারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল জায়গা উঠেছে কোয়ার্টার ফাইনালে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোয়ার্টার🅘 ফাইনাল ম্যাচ।
শেষ আটে জায়গা করে নেওয়া আট দল
গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বিদর্ভ এবং সৌরাষ্ট🦂্র। ৭ ম্যাচে ৩৩ পয়েন্ট সংܫগ্রহ করে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টারে উঠেছে বিদর্ভ। এদিকে ৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে সৌরাষ্ট্র।
আরও পড়ুন: প্রতিদিন ৫০০ করে বল খেলেছেন, স্পিনের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জন কর🍰তে ১৬০০ কিমি সফর করেছেন সরফরা🌼জ
বি গ্রুপ থেকে আবার নক আউটে উঠেছে মুম্বই এ🍨বং অন্🌄ধপ্রদেশ। এই গ্রুপেই ছিল বাংলা। তারা তিনে শেষ করেছে। এই গ্রুপে মুম্বই বরাবরই এগিয়ে ছিলে। ৭ ম্যাচ ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থেকেই শেষ আটে উঠেছে মুম্বই। দ্বিতীয় স্থানে শেষ করেছে অন্ধ্র। তাদের ৭ ম্যাচে ২৬ পয়েন্ট।
গ্রুপ সি-তে আবার শীর্ষে শেষ করেছে তামিলনাড়ু। তারা সাত বছর পর রঞ্জির কোয়ার্টারে উঠল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা দ্বিতীয় দল কর্নাটক। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ২৭🌞।
আরও পড়ুন: অকারণেই আইপিএল থেকে নাম প্রত্﷽যাহার অ্যাটকিনসনের, চাপ🐼 না নিয়ে আগেভাগেই বদলি ঠিক করে ফেলল KKR
গ্রুপ ডি থেকে আবার কোয়ার্টার ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ এবং বরোদা। ৭ ম্যাচে ৩২ পয়েন্ট নꦦিয়ে শীর্ষে শেষ করেছে মধ্যপ্রদেশ। বরোদার পয়েন্ট ৭ ম্যাচে ২৬।
কোয়ার্টার ফাইনালে কোন দল, কোন দলের মুখোমুখি হবে?
শেষ আটে এ গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে সি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। আবার এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে সি গ্রুপের শীর্ষে থাকা দল। ঠিক একই নিয়মে বি গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। আবার বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে ডি গ🔯্রুপের শীর্ষে থাকা দল।