আইপিএল নিলামের আগে অনুরাগীদের খুশির খবর দিলেন ঋষভ♛ পন্ত। তাঁর ইঙ্গিত যদি যথাযথ হয়, তবে দিল্লি দলন💟ায়ককে নিয়ে যাবতীয় সংশয় দূর হয়ে যেতে পারে সমর্থকদের। আসলে নিলামের আগের দিন ক্রিকেটপ্রেমীদের নিজের ফিটনেস নিয়ে বড়সড় আপডেট দিলেন পন্ত।
মঙ্গলবার দুবাইয়ে বসছে আইপিএল ২০২৪-এর নিলামের আসর। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাꦰইরে থাকলেও দিল্লি ক্য়াপিটালসের হয়ে এবছর আইপিএল নিলামে অংশ নেবেন তিনি। পন্তের আইপিএলের মঞ্চে কামব্যাকের বিষয়ে কার্যত নিশ্চিত অনুরাগীরা।💙 যেটুকু সংশয় ছিল, তা কেটে গেল ঋষভের কথাতেই।
নি🐻লামের আগের দিন দিল্লি ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে। যেখানে পন্ত স্পষ্ট জানান যে, সামনের কয়েক মাসে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠার বিষয়ে আশাবাদী তিনি। আইপিএল ২০২৪ শুরু হ🌱বে মার্চের শেষ সপ্তাহে। সুতরাং, এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ঋষভের মাঠে নামা যে পাকা, সেটা পরিষ্কার হয়ে গেল তাঁর কথাতেই।
প্রথমত, নিজের ফিটনেস নিয়♔ে পন্ত বলেন, ‘কয়েক মাস আগে যেমন ছিলাম, তার থেকে এখন অনেক ভালো রয়েছি। এখনও সেরে উঠছি। আশা করছি কয়েক মাসে আমি ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে প🉐ারব।’
কঠিন সময়ে অনুরাগীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন পন্ত, তার জন্য কৃতজ্ঞতা ঝরে পড়ে তাঁর গলায়। ঋষভ বলেন, ‘কঠিন সময়ে বুঝতে পেরেছি মানুষ আমাদে🔯র কতটা ভালোবাসে, কতটা সম্মান করে এবং আমাদের জন𝕴্য তাদের দুশ্চিন্তা কতটা। চোটের পর থেকে যে কঠিন সময় কেটেছে, মানুষের এমন ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। খারাপ সময় অনুরাগীদের ভালোবাসা ও সমর্থমন আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।’
আরও পড়ুন:- IPL-এ বিরাট কোহলির সঙ্গে ঝগড়া করা ক্রিকেটারকে নির্ব𒁏াসিত করল ILT20, কারণ কী?
আইপিএল নিলামে অংশ নেওয়া প্রসঙ্গে ൲পন্ত বলেন, ‘অনেক সময় লোকেদের বোঝাতে হয় কোন ধরণের খেলোয়াড় আপনার দরকার। আপনি যাদের চাইছেন, তাঁদের জন্য ঝাঁপাতে নিলামে অংশ নেওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো। এখনও পর্যন্ত তেমন কোনও প্রত্যাশা নেই। তবে নিলামে অংশ নেওয়াটা আমার কাছে একেবারেই নতুন। আগে কখনও আমার এই অভিজ্ঞতা হয়নি। তাই রীতিমতো উত্তেজিত বোধ করছি। দারুণ সময় অপেক্ষা করে রয়েছে।’