শুভব্রত মুখার্জি: হায়দরাবাদে ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে দুই শিবিরেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে থাকছেন না তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। পাশাপাশি মঙ্গলবার অনুশীলনের সময়ে ꦓনেটে থ্রোডাউনের সময়ে কব্জিতে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ারও। এমন পরিস্থিতিতেই ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। তবে টেস্ট সিরিজ শুরুর আগে কিন্তু দুইপক্ষের কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটার সবাই জড়িয়ে পড়েছেন এতে। এমন আবহেই ইংল্যান্ড দলকে হাল্কা চালে খোঁচা দিয়ে রাখলেন ভারতীয় প্রাক্তন তারকা ফারুক ইঞ্জিনিয়ার। তাঁর বক্তব্য আশা করছি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট পাঁচ দিনে গড়াবে।
ভারতে সাধারণত স্পিন সহায়ক ২২ গজ হয়। আর ইংল্যান্ড ব্যাটাররা স্পিন খেলতে বরাবর সমস্যায় পড়েছেন। সাম্প্রতিক সময়ে কেভিন পিটারসেনকে বাদ দিলে স্পিনের বিরুদ্ধে ভারতীয় পিচে সাবলীল ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে একমাত্র জো রুটকে। এছাড়া কোন ইংরেজ ব্যাটার সেভাবে স্বস্তিতে স্পিন খেলতে পারেন না। সেই কথা মাথাতে রেখেই কার্যত প্রচ্ছন্ন হুমকি তাদের দিয়ে রাখলেন ফারুক ইঞ্জিনিয়ার। তাঁর সোজাসাপ্টা বক্তব্য ব্যাজবল স্ট্র্যাটেজিতে খেলুক বা না খেলুক রোহিত শর্মার দলের বিরুদ্ধে ইংল্যান্ডকে যথেষ্ট সাবধানে থাকতেই হবে। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ফারুক ইঞ্জিনিয়ার। রোহিত শর্মার দলের প্রশংসা করার পাশাপাশি দেশের দুই হেড কোচ রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড়েরও প্🍌রশংসা করেছেন তিনি।
ফারুক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ‘ভারতের অন্যতম সেরা দলের (বর্তমান দল) থেকে এমন সম্বর্ধনা পেয়ে আমি অভিভূত। রোহিত এবং তাঁর ছেলেরা শেষ কয়েক বছরে খুব ভালো পারফরম্যান্স করেছে। রবি শাস্ত্রী অসাধারণ কাজ করেছেন। রাহুল (দ্রাবিড়) সেই ভালো কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। প্রতিটি বিভাগেই ভারতীয় দল খুব শক্তিশালী। আমি নিশ্চিত বিশ্বের প্রতিটি দল এই ভারতীয় দলকে সমীহ করে, ভয় পায়। ব্যাজবল স্ট্র্যা𝓡টেজিতে খেলুক বা না খেলুক ইংল্যান্ডও ভারতকে 𝓰ভয় করে এটা আমি বলতেই পারি। আমি জানি না এখানে ব্রেন্ডন (ম্যাককালাম) আছে কিনা। আমি চাই টেস্ট ম্যাচগুলো পাঁচ দিনে গড়াক। অবশ্যই তার ফলাফল ভারতীয় দলের পক্ষে যাক আমি এটাই চাই।’