২০২৩ সালের আইসিসি পুরুষদের ওডিআই টিম অফ দ্য ইয়ারে ভারতীয় ক্রিকেটারদেরই প্রাধান্য রয়েছে। দেশের ছয় জন খেলোয়াড𝐆় এই মর্যাদাপূর্ণ দলে তাঁদের জায়গা করে নিয়েছেন। এই অভিজাত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। রোহিত তাঁর ব্যতিক্রমী নেতৃত্ব এবং ব্যাটিং দক্ষতা দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন। রোহিত গত বছর ওডিআই ক্রিকেটে ৫২ গড়ে একটি চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন। মোট ১২৫৫ রান করেছিলেন তিনি। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের সময়ে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের দুর্দান্ত একটি নক খেলেছিলেন।
ভারতীয় ক্রিকেটের আর এক দৃঢ়চেতা বিরাট কোহলি, গত ১২ মাস ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন। ওডিআই-এ ছ'টি সেঞ্চুরি সহ ১৩৭৭ রান সংগ্রহ করেছেন। ২০২৩ বিশ্বকাপ অভিযানের সময়ে 𒈔তিনি সচ𓆉িন তেন্ডুলকরের সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন। এবং তিনি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন।
বিরাট এবং রোহিত ছাড়া এই দলে ভারতের আর এক ব্যাটার হলেন শুভমন গিল। এছাড়া বাকি তিন জন বোলার- কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ রয়েছেন এই দলে।
শুভমন গিল (ভারত)
শুভমন𒀰 গিল ২০২৩ সালের শুরু থেকে ভারতীয় ব্যাটিং অর্ডারে রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে নিজের একটি শক্তিশালী জায়গা তৈরি করেছেন। ২০২৩ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪৯ ডেলিভারিতে দুর্দান্ত ২০৮ রান 🥀করেছিলেন শুভমন। ২০২৩ সালে গিল ৫০-ওভারে ট্রিপল ফিগারে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। এই ডান-হাতি তারকা গোটা বছরে সবচেয়ে বেশি রান (১৫৮৪) করেছেন। এক ক্যালেন্ডার বছরে আর কোনও প্লেয়ার তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি।
কুলদীপ যাদব (ভারত)
বিশ্বের কোনও খেলোয়াড় গত বছর কুলদীপের চেয়ে বেশি উইকেট নেননি, ফর্মে থাকা বাঁ-হাতি স্পিনার ২০২৩ সালে ৪৯টি ওডিআই উইকেট নিয়েছেন। এশিয়া কাপের সুপার ফোর পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপ সেরা পারফরম্যান্স করেছিলেন। তারকা স্পিনারের ৫/২৫-এর দুর্দান্ত পরিসংখ্যান ভারতকে সাফল্য পেতে🐬 সাহায্য করেছিল।
আরও পড়ুন: WPL এবার দুই শহরে, থাকছেꩵ না কোনও দুপুরের ম্যাচ, ফাইনাল ১৭ মার্চ
মহম্মদ শামি (ভারত)
২০২৩ সালে মহম্মদ শামি এক ইনিংসে চার বার পাঁচ উই📖কেট নিয়ে নতুন নজির গড়ে ফেলেছেন। তাঁর ধারেকাছে কেউই নেই। এবং অভিজ্ঞ ডানহাতি ওডিআই দলের বর্ষসেরা সম্মানের একজন দাবীদার হয়ে উঠেছেন। তাঁর সেরা পারফরম্যান্স ছিল ৭/৫৭। এই দুর্দান্ত স্পেলের হাত ধরে একজন ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ওডিআই-এর ইতিহাসে এটাই সেরা পরি♓সংখ্যান। মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে শামির এই আগুনে স্পেল দেখতে পাওয়া গিয়েছে।
মহম্মদ সিরাজ (ভারত)
২০২৩ সালে ডান-হাতি পেসার মোট ৪৪টি উইকেট নিয়েছেন। এশিয়া কাপের ফাইনালেꦡ তাঁর সবচেয়ে চিত্তাকর্ষক পারফরম্যান্সের সঙ্গে তিনি একা হাতে শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ধ্বংস করেছিলেন। সিরাজ শ্রীলঙ্কার টপ-অর্ডার ভেঙ্গে ক্যারিয়ার-সেরা ৬/২১-এর পরিসংখ্যান গড়ে নজর কেডℱ়েছিলেন। সেই সঙ্গে ভারতকে এশিয়া কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এছাড়াও এই দলের বাকিরা হলেন:
ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)
ট্র্যাভিস হেডের পারফরম্যান্স ২০২৩ সালের বেশির ভা🔥গ সময়েই উজ্জ্বল ছিল। এবং ভারতে ৫০-ওভারের বিশ্বকাপের সময়ে তিনি আগুনে মেজাজে ছিলেন। তিনি অস্ট্রেলিয়াকে রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতাতে বড় ভূমিা নিয়েছিলেন। হেড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করার পাশাপাশি দু'টি উইকেট তুলে নিয়েছিলেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩৭ র꧂ান করে অস্ট্রেলিয়াকে ট্রফি জেতাতে সাহায্য করেছিলেন তিনি।