পাকিস্তান থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার বড় সম্ভাবনা থাকলেও এখনই সেদেশ থেকে প্রতিযোগিতা সরাচ্ছে না আইসিসি। জ🔜ানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে চলেছে আইসিসি। আসলে বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যে তাঁরা পাকিস্তানে এই প্রতিযোগিতা খেলতে যাবে না।
পাকিস্তান থেকে সরবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে চলা বাকি সব দল খেলতে যেতে রাজি হলেও ভারত বেঁকে বসায় চাপে পড়ে গেছে আইসিসিও। এরই মধ্যে শোনা গেছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে য﷽েতে পারে দঃ আফ্রিকায়। এই দেশের সাম্প্রতিক কালে একাধিক মেগা ইভেন্ট আয়োজনের দক্ষতা এবং নিদর্শন রয়েছে। যদিও আপাতত তা জল্পনার পর্যায়তেই রাখছে আইসিসি।
আরও পড়ুন-ODI ক্রিকে𝄹টে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
আয়োজকদেশকে চিঠি আইসিসির-
ইতিমধ্যেই আইসিসির তরফ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মেল বার্তা পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে🔯 চাইছে না। এরপরই অবশ্য পাকিস্তান বোর্ডও পাল্টা চিঠি দিয়েছে আইসিসিকে।তাঁরাও দাবি জানিয়েছে যাতে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারিভাবে তাঁদের জানায় যে তাঁরা কেন খেলতে যাচ্ছে না।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার♈…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
পাক বোর্ডের পাল্টা দাবি-
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হয়েছে, ,সাম্প্রতিক সময় ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দলেরই সিরিজ আয়োজন করেছে তাঁদের দেশ♔। এক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনও সমস্যাই হওয়ার কথা নয়। তাই কোনওভাবেই সেদেশ থেকে যেন খেলা না সরে। এমনকি আরব আমিরশাহিতেও খেলা সরানোর ব্যাপারে তাঁরা নিজেদের দ্বিমতের কথা জানিয়েছে।
অংশগ্রহণকারী দেশের সঙ্গে আলোচনা-
এই আবহেই জানা গেছে, আইসিসির এক ঘনিষ্ঠ সূত্রে, ‘এখনই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কথাবার্তা চলছে না। আপাতত আয়োজক দেশ পাকিস্তান এবং তাঁদের দেশে সফররত সমস্ত অংশগ⛎্রহণকারী দলের সঙ্গে সূচি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাঁদের তরফে সবুজ সংকেত পেলেই সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্🌞ত নেওয়া হবে। দঃ আফ্রিকা নিয়ে জল্পনা থাকলেও, আপাতত তা নিয়ে কোনও আলোচনাই হয়নি ’।
আরও প💎ড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
পাকিস্তান ইস্যুতে অনড় ভারত-
অবশ্য আইসিসি কথাবার্তা বললেও বাস্তবিক পরিস্থিতিতে ভারত যে পাকিস্তানে খেলতে যাবে না সেটা বলাই বাহুল্য। কারণ ভারত সরকার ট🍃িম ইন্ডিয়াকে পাকিস্তানে যাওয়ার ভিসা দিচ্ছে না গত দেড় দশকের বেশি সময় ধরে। ফলে কোনওভাবেই যে সরকারের অনুমতি ছাড়া সেদেশে যাওয়া সম্ভব নয়, তাও সকলেরই জানা। ফলে পাকিস্তান বর্তমানে লাফালাফি করলেও তেমন কিছুই করতে পারছে না।