১১ বছরের আইসিসির ট্রফি খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এই আবহে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে 'মেন ইন ব্লু'। গায়ানাতে হবে ভারত বনাম ইংল্যান্ডের এই ম্যাচ। তবে বৃষ্টির জন্যে সেই ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। এদিকে এই ম্যাচের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ করেছে আইসিসি। অর্থাৎ, মোট আট ঘণ্টা পাওয়া যাবে এই ম্য়াচ শেষ করার জন্যে। তবে যদি বৃষ্টিতে পুরো ম্যাচ ভেস্তে যায়, তাহলে এই সেমিফাইনালের জন্যে কোনও রিজার্ভ ডে বরাদ্দ নেই। বরং গোটা ম্যাচ ভেস্তে গেলে ভারতই ফাইনালে চলে যাবে। কারণ, তারা সুপার ৮ পর্বে গ্রুপ ১-এ শীর্ষ স্থানে ছিল আর ইংল্যান্ড নিজেদের গ্রুপে ছিল দ্বিতীয় স্থানে। তবে এখন ক্রিকেটপ্রেমীদের মনে সবথেকে বড় প্রশ্ন, গায়ানাতে কি আদৌ একটাও বল গড়াবে এই সেমিফাইনালের? কেমন থাকবে গায়ানার আবহাওয়া? (আরও পড়ুন: শু♎ধু WC নয়, কোনও T20i টুর্নামেন্টের সেমিতে আফগানদেরꦫ মতো এত কম রান করেনি কোনও দেশ)