🌜 ইন্ডিয়ান প্রিমিয়র লিগ এমনিতেই মারকাটারি ক্রিকেটের জন্য বিখ্যাত। ঝুড়ি ঝুড়ি রান ওঠে প্রতি মরশুমেই। চার-ছক্কার বন্যা দেখা যায় প্রতি বছরই। তবে গত বছর থেকে বোলারদের একটু বেশিই লাঞ্ছিত হতে হচ্ছে আইপিএলে। আইপিএল ২০২৪-এ কার্যত ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা বোলারদের।
🎃চার-ছক্কার সংখ্যার বাড়বাড়ন্তই বলে দিচ্ছে যে, আগের ১৬টি মরশুমের থেকে এবছর আইপিএল আরও ধ্বংসাত্মক রূপে ধরা দিচ্ছে। স্কোরবোর্ডে পৌনে তিনশো রানও উঠে যাচ্ছে অনায়াসে। কোনও টি-২০ ম্যাচে প্রায় সাড়ে পাঁচশো রান ওঠার কথা এতদিন ভাবাই যেত না। চলতি আইপিএলে সেই ছবিও দেখা গিয়েছে। সুতরাং, এটা বলা মোটেও ভুল হবে না যে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের।
꧙আইপিএলে বোলারদের এভাবে লাঞ্ছিত হতে দেখে খারাপ লাগছে প্রাক্তন অজি তারকা টম মুডির। দীর্ঘদিন আইপিএলে কোচিং করানো মুডির মনে হয়েছে যে, ইমপ্যাক্ট পরিবর্তর জন্যই আইপিএলে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য বিগড়ে গিয়েছে। ব্যাটারদের দাপট একতরফা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ইমপ্যাক্ট পরিবর্তের নিয়ম সাফল্যের সঙ্গে পরীক্ষিত হওয়া সত্ত্বেও সেই নিয়ম তুলে দেওয়ার দাবি জানালেন মুডি।
✅তাছাড়া টম মুডি অন্য একটি বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। আইপিএলের মতো টুর্নামেন্টে শুধু মাঠের লড়াইয়েই নয়, বরং নিলামের পরিকল্পনা থেকে সঠিক দল নির্বাচন পর্যন্ত মাঠের বাইরের একাধিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। মাঠের বাইরের পরিকল্পনাগত লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি। মুডির মনে হয়েছে যে, ইমপ্যাক্ট প্লেয়ারের জন্যই দল নির্বাচনের ভুলও ঢেকে দেওয়া সম্ভব হচ্ছে। ফলে গুরুত্ব হারাচ্ছে মাঠের বাইরের লড়াই।
ꦺআরও পড়ুন:- Jos Buttler's IPL Cenruries: জোস বাটলারের ৭টি আইপিএল সেঞ্চুরির পূর্ণাঙ্গ তালিকা
♎মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে নিজের মতামত জানান টম মুডি। তিনি লেথেন, ‘ইমপ্যাক্ট পরিবর্তের স্বার্থক ট্রায়াল হয়েছে। তবে আমার মনে হয় এবার শুধুমাত্র প্লেয়িং ইলেভেনে ফিরে যাওয়ার সময় এসেছে। ইমপ্যাক্ট পরিবর্ত ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্য নষ্ট করছে। এটা দল নির্বাচন ও নিলামের পরিকল্পনার খামতিও ঢেকে দিচ্ছে।’
𝕴বাস্তবিকই ইমপ্যাক্ট পরিবর্তের জন্য আইপিএলে আরও ধ্বংসাত্মক ব্যাটিং চোখে পড়ছে। জোস বাটলার, রিঙ্কু সিং, লোকেশ রাহুলের মতো বিশেষজ্ঞ ব্যাটারদেরও ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে চলতি আইপিএলে। তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অল-রাউন্ডারদের গুরুত্ব ক্রমশ কমছে ইমপ্যাক্ট বদলির নিয়মের জন্যই।