আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে বড়সড় বিতর্কের মুখে পড়তে পারে বি𓂃সিসিআই। আগে থেকে সতর্ক করলেন হরভজন সিং। ভাজ্জি কার্যত সুনীল গাভাসকরের দেওয়া পরামর্শকে মেনে নিলেন এক কথায়।
জাতীয় নির্বাচকদের কী পরামর্শ দেন গাভাসকর
রোহিত শর্মাকে বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকে পাওয়া যাবে না শুনেই সানি জাতীয় নির্বাচকদের পরামর্শ দেন জসপ্রীত বুমরাহকে সারা সিরিজের জন্য ক্যাপ্টেন নির্বাচিত করার। রোহিত সিরিজের মাঝপথে দলের সঙ্গে দিয়ে ক্যাপ্টেন্সি করুন, এটা চান না গাভাসকর। তাঁর মতে এর ফলে লিডিং গ্রুপের সিদ্ধান্ত একমুখীন হয় না। দুই ক্যাপ্টেন নিজেদের মতো করে দু'রকম মতাদর্শ নিয়ে 🌼দল পরিচালনা করবেন, এটা মোটে▨ও কাঙ্খিত নয়।
গাভাসকরের পরামর্শকে কেন যথাযথ মনে করেন হরভজন
সম্প্রতি যতীনের ইউটিউব শোয়ে হরভজন সিং দাবি করেন যে, ভারতীয় সমর্থকরা খুব দ্রুত পাল্টি খান। তাই বুম♚রাহর নেতৃত্বে ভারত গোটা দু'য়েক ম্যাচ জিতলে সমর্থকরা রোহিতকে আর ক্যাপ্টেন হিসেবে চাইবেন না। আবার বুমরাহর নেতৃত্বে ভারত ম্যাচ হারলে সমর্থকরা রোহিতকে ফেরাতে বলবেন।
ভাজ্জি বলেন, ‘যদি ভারত প্রথম ২টো ম্যাচ জিতে যায়, তাহলে সমর্থকরা বলবে বুমরাহই ক্যাপ্টেন থাকুক। আব🅺ার বুমরাহর নেতৃত্বে ভারত ম্যাচ হারলে লোকে বলবে রোহিতকে ফেরাও। আমরা খুব তাড়াতাড়ি পাল্টি খাই। আমি এখানে সানি স্যারের কথা🧸 বলছি না। আমি বলছি সাধারণ মানুষের কথা। আমার মনে হয় এটা দারুণ পরামর্শ। সারা সিরিজে একজন ক্যাপ্টেন থাকাই ভালো। সেক্ষেত্রে ভারত হারলেও কেউ প্রশ্ন তুলবে না।’
হরভজন পরক্ষণেই বলেন, ‘যদি ভারত বুমরাহর নেতৃত্বে জেতে এবং তার পরে রোহিত ক্যাপ্টেন্সি হাতে নেওয়ার পরে দল হারে, তখন অনেক কথা উঠবে। আবার ভারত যদি বুমরাহ ও রোহিত দু’জনের নেতৃত্বেই𒐪 হারে, তখন লোকে বলতে পারে কোহলিকে ক্যাপ্টেন চাই।'
শেষে ভাজ্জি যোগ করেন, ‘এটা (বুমরাহকে সারা সিরিজে ক্যাপ্টেন করা) খাপার আইডিয়া নয়। তাছাড়া বুমরাহর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে। তাই ওর ক্যাপ্টেন্সি করায় কোনও অসুবিধা রয়েছে বলে আﷺমি মনে করি না।’
উল্লেখ্য, দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে রোহিত শর্মা জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়ে যানন🤪ি। তিনি অজি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না বলে খবর। রোহিত না খেললে পার্থ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ।