আট ওভারে ভারত ১ উইকেটে ৭১ রান করে ফেলেছিল। ভালো ছন্দে ছিলেন বিরাট কোহলি। ঋষভ পন্ত উল্টোদিকে হাল ধরে রেখেছিলেন। বেশ ভালো জায়গায় ছিল ভারত। কিন্তু নবম ওভারে বল করতে এসে খেলার রং-ই বদলে তানজিম হাসান সাকিব।
নবম ওভারের প্রথম তিন বলের মধ্যে তানজিম একটি ছক্কা হজম করলেও, তুলে নিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। শনিবার অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে ভারত তাদের টি২০ বিশ্বকাপের সুপার আটের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। কিন্তু তানজিমের ছোঁবলে কেঁপে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ছয়ে নেমে💜 হাফসেঞ্চুরি হার্দিকের,প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 𝐆গড়লেন বড় রেকর্ড, ভাঙল ধোনির নজির
নবম ওভারের প্রথম বলেই ধীরগতি🙈র অফকাটার দিয়েছিলেন তানজিম। সেই বল মিস করে যান কোহলি। ভেঙে যায় স্টাম্প। তিনটি ছক্কা এবং একটি চারের হাত ধরে ২৮ বলে ৩৭ করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোহলি। এই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য কোহলির পরিবর্তে নামা সূর্যকুমার যাদব ব্যাট করতে এসেই তানজিমের দ্বিতীয় ব♑লে ছক্কা হাঁকান। কিন্তু তৃতীয় বলে তিনিও আউট হয়ে সাজঘরে ফিরে যান।
পিচের অসমান বাউন্সের কারণে সূর্যের বল কিছুটা লাফিয়ে উপরে উঠে গিয়েছিল। সেটা সামলাতে গিয়েই ব্যাটের কানায় লেগে উইকেটকিপার লিটন�꧟� দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর সংগ্রহ ২ বলে ৬ রান। এই ওভারের বাকি তিন বলে হয় আর ৩ রান। ওভার থেকে ৯ রান এলেও, সূর্য আর কোহলির উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এই ওভারটিই ভারতের ইনিংসের টার্নিং পয়েন্ট হয়ে যায়।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি নিঃসন্দেহেই খুবই গুরুত্বপূর্ণ। তাদের টি২০ বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচটি জিততে হবে। হারলে ছিটকে যেতে হবে। এহেন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে 🅠ফিল্ডিং ক🦹রার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের হয়ে ইনিংসের ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
প্রথম দুই ওভারে দুই ওপেনার যোগ করেন ২৫ রান। তৃতীয় ওভারে ৬ রান দেন তানজি🌄ম। চতুর্থ ওভারের প্রথম তিন বলেই ১০ রান করে ফেলেছিলেন রোহিত। তবে ওভারের চতুর্থ বলেই শাকিব আল হাসান ফেরান রোহিতকে। রোহিতের ক্ষেত্রেও বাউন্সের সমস্যা ছিল। তিনি বলটি মারতে গিয়ে ক্যাচ তোলেন। জাকের আলি সেই ক্যাচ কোনও ভাবে মিস করেননি। ৩টি চার, একটি ছক্কার হাত ধরে ১১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন রোহিত।