ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। প্রথমে দু'টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। পরে বাকি তিন ম্যাচ থেকেও স🌱রে দাঁড়ান তিনি। কোহলির এমন সিদ্ধান্তে কি চটেছে বোর্ড? এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্তকে বরং সমর্থন করেছেন। 𓆉বলেছেন যে, ব্যক্তিগত ছুটি চাওয়ার অধিকার তাঁর রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টের আগে বুধবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এনসিএ) স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, জয় শাহ দাবি করেছেন যে, প্রাক্তন ভারত অধিনায়ক এমন ব্যক্তি নন যে, কোনও কারণ ছাড়াই ছুটি চাইবেন। সকলেরই উচিত কোহলির প্রতি বিশ্🌃বাস রাখা এবং তাঁকে সমর্থন করা।
আরও পড়ুন: দু'টি 𓃲উইকেট🐼 নিলেন, মারলেন রোহিতের হেলমেটে, রাজকোটের প্রথম সেশনে আগুন ঝরালেন উড
জয় শাহকে সোজাসাপ্টা বলেছেন, ‘একজন ব্যক্তি যদি ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম ব🌳ার ব্যক্তিগত ছুটি চান, সেটা তাঁর অধিকার। বিরাট এমন ধরনের খেলোয়াড় নয় যে, কোনও কারণ ছাড়াই ছুটি চাইবেন। আমাদের কোহলির প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তাঁকে সমর্থন করতে হবে।’ ৩৫ বছর বয়সী কোহলি প্রাথমিক ভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল থেকে নাম প্রত্যাহার করেছিলেন, কিন্তু পরে ঘোষণা করা হয়েছিল যে, তিনি পুরো পাঁচ ম্যাচের সিরিজের বাইরেই থাকবেন।
আরও পড়ুন: একাদশে নেই🌄,📖 মুকেশ কুমারকে ভারতীয় দল ছেড়ে দিল, আসল কারণটা জানাল BCCI
জানুয়ারির শুরুতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি জাতীয় হয়ে শেষ বার খেলেছিলেন। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়ཧেছে, ‘ব্যক্তিগত কারণে বিরাট কোহলি সিরিজের বাকি অংশের জন্য নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন না। বোর্ড মিস্টার কোহলির সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করে এবং সমর্থন করে।’ এদিকে, যখন বিসিসিআই সচিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কোহলি জুনে আসন্ন আ♒ইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা? এর উত্তরে জয় শাহ বলেন, ‘আমরা শীঘ্রই এই সম্পর্কে কথা বলব।’
জয় শাহ আরও নিশไ্চিত করেছেন যে, ভারতের অধিনায়ক রোহিত শর্মাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, ‘আমরা হয়তো ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল হেরেছি। কিন্তু আম🧔রা সেখানে টানা ১০টি ম্যাচ জিতে মন জয় করেছি। আমি বলতে চাই যে, আমি আত্মবিশ্বাসী, ভারত বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’