ভারতের ব্যাটসম্যান কেএল রাহুল, যিনি দক্ষিণ ⛦আফ্রিকার বিপক্ষে সিরিজে টেস্ট ফরম্যাটে উইকেটকিপিংয়ে অভিষেক করেছিলেন, তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের সিরিজে এই ভূমিকা𝔍য় দেখা যাবে না। হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দুই দিন আগে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএল রাহুল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে উইকেটকিপার হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করে গিয়েছেন। তবে এই সিরিজে স্পিন বোলাররা সুবিধে পাবে, এবং স্পিনিং ট্র্যাক হবে, সেই হিসেব মাথায় রেখেই সম্ভবত রাহুলকে কিপার হিসেবে দলে রাখা হবে না। ভারত আসলে উইকেটরক্ষককে নিয়ে এই স্পিনিং ট্র্যাকে বাড়তি ঝুঁকি নিতে রাজি নয়। রাহুল বরং ভারতের টার্নিং ট্র্যাকে ব্যাটার হিসেবে বড় সম্পদ হত💃ে পারেন।
আরও পড়ুন: ICC Men's ODI Team of the Yearౠ-এ অধিনায়ক রোহিত, ꩲকোহলি সহ রয়েছেন ভারতের আরও চার
রাহুল দ্রাবিড় প্রথম টেস্ট ম্যাচের আগে মিডিয়ার সঙ্গে কথা বলতে গ💎িয়ে জানিয়েছেন যে, রাহুলকে কিপার হিসেবে খেলানো হবে না। যে কারণে এই স্কোয়াডে কেএস ভরত এবং ধ্রুব জুরেলকে রাখা হয়েছে। রাহুলকে কিপার হিসেবে ভাবা হলে, যে কোনও একজনকে দলে রাখা হত🌞। সেই ভাবনা থেকেই কিন্তু দল নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন: WPL এবার দুই শহরে, থাকছে না কোনও দুপুরে𒁏র ম্যাচ, ফাইনাল ১৭ মার্চ
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ꦐট ম্যাচের আগে দ্রাবিড় বলেছেন, ‘রাহুল এই সিরিজে উইকেটরক্ষক হিসেবে খেলবেন না, এবং দল নির্বাচনের সময়েই আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার ছিল। আমরা আরও দু'জন উইকেটরক্ষককে যে কারণে বেছে নিয়েছি, এবং স্পষ্টতই, রাহুল দক্ষিণ আফ্রিকায় আমাদের জন্য একটি দুর্দান্ত কাজ করেছে এবং সত্যিই আমাদের সিরিজ ড্র করতে সাহায্য করার জন্য একটি বড় ভূমিকা পালন করেছে। তবে পাঁচটি টেস্ট ম্যাচের কথা বিবেচনা করে এবং এই কন্ডিশনে খেলার জন্য, আমাদের হাতে থাকা অন্য দুই কিপারের মধ্যে একজনকে বাছাই করা হবেয’
উইকেটরক্ষক হিসেবে রাহুল সব সময়েই তাঁর ভূমিকায় সাফল্য পেয়েছেন। তবে তিনি দলের স্বার্🌺থে কিপারের ভূমিকা থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবেন না। এমন কী তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজির জন্যও রাহুল কিপিংয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন কুইন্টন ডি'কক এবং নিকোলাস পুরাণের হাতে। গত বছর আইপিএলে ফিল্ডিং করার সময়ে কেএল রাহুল চোট পেয়েছিলেন এবং চোট থেকে সেরে ওঠার জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তারকা ক্রিকেটার বেশ কয়েক মাস পুনর্বাসনে কাটিয়েছেন এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় দলে ফিরেছেন। ঋষভ পন্ত এবং ইশান কিষাণের দলে অনুপস্থিতির কারণে, কেএল রাহুল টুর্নামেন্টে ভারতের হয়ে উইকেটকিপিং করেছিলেন। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।