ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সর্ব-ফরম্যাটের🍒 অধিনায়ক রোহিত শর্মার বিশেষ প্রশংসা রেছেন। রোহিতের ཧছক্কা হাঁকানোর ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছেন তিনি।
রোহিত শর্মা নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিটার এবং তিনি খেলার তিনটি ফরম্যাটেই তাঁর ক্লাস দেখিয়েছেন। ভারত অধিনায়ক সব ধরনের পরিস্থিতিতে, তার নিখুঁত সময়োপযোগী স্ট্রোক দিয়ে বোলাಌরদের পেটাতে পিছপা হন না।
রোহিত শর্মা ইতিমধ্যেই ছক্কা মারার অসংখ্য রেকর্ড ভেঙে ফেলেছেন এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা🦋 মারার খেলোয়াড়দের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন। ভারত অধিনায়ক ইতিমধ্যেই সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৫৯৭টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ৬০০ ছক্কার মাইলফলক থেকে আর মাত্র তিনটি ছয় দূরে রয়েছেন হিটম্যান।
আরও পড়ুন: রিপোর্ট- NCA💃 থেকে ছাড়প🍷ত্র পেয়ে গিয়েছেন পন্ত, 2024 IPL-এ দিল্লিকে নেতৃত্ব দেবেন?
ভারত জাতীয় ক্রিকেট দলের জুন পর্যন্ত কোনও আন্তꦬর্জাতিক ম্যাচ নেই। ভারত একেবারে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ-তে অনুষ্ঠিত ২০২৪💧 আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। তখন ৬০০ ছক্কার মাইফলকের কৃতিত্ব অর্জনের করার সুযোগ আসবে রোহিতের সামনে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বে🤡শি ছক্কার হাঁকানো প্লেয়ারদের তালিকার দিকে চোখ রাখলে দেখা যাবে, রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। তিনি ৫৫৩টি ছক্কা মেরেছেন। এছাড়া শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাকালাম, মার্টিন গাপ্তিল যথাক্রমে ৪৭৬, ৩৯৮ এবং ৩৮৩টি ছক্কা হাঁকিয়েছেন।
আরও পড়ুন: অজিদের পিছনে ফেলে টেস্টেও একে উঠল ভারত, সব ফর্ম্যাট🍷 সহ WTC পয়েন্ট টেবল কাঁপাচ্ছেন রোহিতরাই
ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে রোহিত শর্মা ১৬২ বলে ১৩টি চার এবং তিনটি ছক্কার হাত ধরে ১০৩ রান করেন। রোহিতের এই রান ভারতকে এক ইনিংস এবং ৬৪ রানে জিততে সাহায্য করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা কিন্তু প্রচুর ছক্কা হাঁকিয়েছেন, এই নিয়ে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল। তিনি হাসতে হাসতে ♌বলেন, ‘আমি শুধু ওদের আমার ভিডিয়ো দেখিয়েছি। তাই ওরা এখন ছক্কা মারছে।’ কথাটা দ্রাবিড় নিতান্তই মজা করে বলেছেন।