ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় চোট পেয়েছিলেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে তিনি আগেই বিশাখাপত্তনমে অনুষ্ঠিত দ্বিতীয় টে♏স্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার জানা গিয়েছে, চোট কাটিয়ে ফিট হয়ে উঠতে জাদেজার আরও সময় লাগবে। সম্ভবত তিনি সিরিজের বাকি ম্যাচেও খেলতে পারবেন না।
শুধু জাদেজা নয়। তাঁর পাশাপাশি চোট পাওয়া পেসার মহম্মদ শামিকেও এই সিরিজ আর নাও পাওয়া যেতে পারে✨। চোটের জন্য প্রথম দুই টেস্টে শামিকে দলেই রাখা হয়নি। বাকি তিন 𒊎টেস্টেও সম্ভবত তিনি খেলতে পারবেন না।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ𓄧ের চতুর্থ ইনিংসে ভারতের রান তাড়া করার সময়ে রানআউটের পরে হ্যামস্ট্রিং চোট পান জাদেজা। যার জেরে প্রাথমিক ভাবে শুক্রবার থেকে বিশাখ𝔉াপত্তনমে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: ৩ বছর পর একাদশে ফিরবেন সুন্দর🦹? প꧟তিদার-সরফরাজের মধ্যে জোর টক্কর,ভাঙা দল,কী স্ট্র্যাটেজি হবে ভারতের?
ভারতের ২৮ রানে হেরে যাওয়া প্রথম টেস্টে জাদেজার বল হাতে দুই ইনিংসে পরিসংখ্যান যথাক্রমে ৩/৮৮ এবং ২/১৩১। ব্যাট হাতে তিনি দুই ইনিংসে করেছেন যথ🍰াক্রমে ৮৭ এবং ২ রান।
হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে হলে সাধারণত কমপক্ষে চার সপ্তাহ সময় লাগে। তবে যা খবর তাতে, জাদেজা পুরো সিরিজ থেকেই সম্ভবত বাদ পড়তে পারেন। সিরিজের শেষ♋ টেস্ট ৭-১১ মার্চ ধর্মশালায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ইংল্যান্ড💯ের আগ্রাসনকে দমান𝓡োর পরিকল্পনা আমাদের তৈরি- চাঁচাছোলা দাবি শ্রীকর ভরতের
এদিকে ভারতের তারকা পেসার শামি ২০২৩ ওডিআই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করার পরে, চোটের কারণে ছিটকে যান। চোট নিয়েই তিনি বিশ্বকাপের শেষের দিকে ম্যাচগুলি খেলেছিলেন। তাঁর বাঁ-গোড়ালির সমস্যা রয়েছে। বিশেষ ইঞ্জেকশন🍰 নিতে হচ্ছে তাঁকে। এবং একজন সার্জনের পরামর্শ নিতে তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে গিয়েছেন। প্রাথমিক ভাবে তাঁকে প্রথম দুই টেস্টের জন্য দলে রাখা হয়নি। তবে এখন জানা ꦚগিয়েছে যে, তিনি পুরো সিরিজ থেকেই বাদ পড়তে চলেছেন।
ভারত দ্বিতীয় টেস্টে কেএল রাহুলকেও পাবে না। কারণ তাঁর ডান কোয়াড্রিসেপসে ব্যথা রয়েছে। এই চোটের জন্য কিন্তু ২০২২ সালে অস্ত্রোপচার করতে হয়েছি তাঁকে। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাব করছেন। ১৫ ফেব্রুয়ারি থেক🍌ে রাজকোটে ত🐎ৃতীয় টেস্টের আগে রাহুল দলে ফিরবেন কিনা, সেটাই এখন দেখার।