জোহানেসবার্গে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ভুুল করে বসলেন শুভমন গিল। বৃহস্পতিবার তৃতীয় তথা শে🔥ষ টি-টোয়েন্টিতে ফের নিরাশ করেছেন শুভমন গিল। ৬ বলে মাত্র ১২ করে তিনি এদিন আউট হয়ে যান তিনি। আবারও ফ্লপ হলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ২টি চার মেরে শুরু করলেও, মাত্র ৬ বল ক্রিজে টেকেন। ৮ রানে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন। তবে তাঁর আউটকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
কেশব মহারাজের বলে শুভমন গিলকে আউট দিয়ে দেন আম্পায়ার। এর পরে শুভমান গিল রিভিউয়ের জন্য যশস্বী জয়সওয়ালের সঙ্গে কথা বললেও,♚ তিনি রিভিউ নেননি। রিভিউ নিলে কিন্তু লাভবান হতেন শুভমন।
শুভমন গিল যদি রিভিউ নিতেন, তবে প্রাণে বেঁচে যেতেন। কারণ রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে যে, শুভমন গিল রিভিউ নিলে, আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে হত। কারণ বলটি যদি তাঁর প্যাডে আঘাত নাও করত, তবু স্টাম্পও মিস ক꧃রত। অর্থাৎ শুভমান গিল আউট ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদে🎉র বক্তব্য, শুভমান গিলের রিভিউ নেওয়া উচিত ছিল। কিন্তু রিভিউ না নেওয়ার ফলে তাঁকে প্যাভিলিয়নে যেতে হয়।