ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব জিতেশ শর্মা, বিজয় কুমার বৈশাক এবং যশ দয়ালকে ধন্যবাদ জা🌃নিয়েছেন সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে তাঁদের সমর্থনের জন্য। সিরিজের বেশিরভাগ ম্যাচে ভারত তাদের কম্বিনেশনে বিশেষ বদল করতে চায়নি। প্রথম একাদশে কয়েকটা রদবদল করলেও কয়েকজন খেলোয়াড়কে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে।
উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা এবং দুই পেসার বিজয়কুমার বৈশাক ও যশ দয়ালের এমন ত�𒅌�িন খেলোয়াড়, যাঁরা দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের প্রমাণ করার সুযোগ পাননি। ভারত শেষমেশ দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে। মাঠে নামার সুযোগ না পেলেও তিন তিন ক্রিকেটার সিরিজজয়ী স্কোয়াডের সদস্য হিসেবেই দেশে ফিরছেন।
জোহানেসবার্গের শেষ টি-২০ ম্যাচের🌊 শেষে ভারতীয় দল ড্রেসিংরুমে ফেরার পরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই তিন ক্রিকেটারের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। জিতেশ, বৈশাক ও যশকে সূর্য ধন্যবাদ জানান তাঁদের সমর্থনের জন্য।
বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওয় সূর্যকুমার বলেন, ‘আমরা ওদের কাছ থেকে সব ধরনের সমর্থন পেয়েছি। এটি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল। যদিও কিছু অত্▨যাশ্চর্য ব্যক্তিগত পারফর্ম্যান্স এক্ষেত্রে উৎসাহিত করেছে গোটা দলকে। সঞ্জু স্যামসন ও তিলক বর্মা চারটি টি-২০ ম্যাচে দুটি করে সেঞ্চুরি করেছে।’
যদিও দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের হাত থেকে জয় ফসকে যাওয়ায় বাস্তবতার পরীক্ষা দেন সূর্যরা। কয়েকটি ক্যাচ ফেলে দেওয়া এবং দুর্বল শট ন♛ির্বাচনে প্রলুব্ধ হওয়া ভারতের বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয় সেই ম্যাচে।
সূর্যকুমার তাদের অত্যাশ্চর্য প্রদর্শনের জন্য সবাইকে কৃতিত্ব দিয়েছেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টি-২০ থেকে অনেক কিছু শিখেছেন বলেও উল্লেখ করেন স্পষ্ট। তাঁর কথায়, ‘দলের সকলকে অভিনন্দন। বিদেশের মাটিতে সিরিজ জেতা কতটা চ্যালেঞ্জিং তা সবাই জানে। গতবার সিরিজ ১-১ ড্র হয়েছিল। কিন্তু এবার ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কীভাবে খেলাটা খেলব। আমি মনে করি সবাই এই খেলায় এগিয়ে এসেছে, তাই কৃতিত্ব সবার। দল হিসেবে আমরা সিরিজ জিতেছি। এটা বিশেষ এক জয়। কিন্তু একই সঙ্গে 𝔍আমরা এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছি, যেগুলি আমাদের কাজে লাগাতে হবে।’
ভারতের🌱 পরবর্তী টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট হবে আগামী বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ২২ জানুয়ারি থেকে ই𒁃ডেন গার্ডেন্সে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত।