বর্ডার-গাভাসকর ট্রফির আগেই গত নিউজিল্যান্ড সিরিজে চোট সারিয়ে মাঠে ফিরতে চেয়েছ𓄧িলেন মহম্মদ শামি। তবে প্রত্যাশার তুলনায় দীর্ঘ হয় তাঁর রিহ্যাব। পুরোপুরি ম্যাচ ফিট হননি বলে বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডেও জায়গা হয়নি শামিꦜর। তবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন ইতিমধ্যেই।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বাংলার হয়ে মাঠে নামেন শামি। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে শামি নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিয়েছেন একই সঙ্গে। ব𝓀র্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই শামির অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে বিস্তর জল্পনা চলছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন শামি। পরে শোনা যায় যে, দ্বিতীয় টেস্টের আগ🍨ে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারকা পেসার। শামির ছেলেবলার কোচও জানান যে, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বাংলার পেসার। যদিও সেই সম্ভাব💎না এখনও জোরালো রূপ নেয়নি।
কেননা বাংলার সৈয়দ মুস্তাক আলি স্কোয়াডে শামির নাম থাকায় ধরে নেওয়া হচ্ছে যে, তড়িঘড়ি তাঁর অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে শামির বর্ডার-গাভাসকর ট্রফির𓆉 স্কোয়াডে যোগ দেওয়ার💛 সম্ভাবনা প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল।
বুধবার মর্কেল বলেন, ‘শামির দিকে আমাদের কড়া নজর রয়েছে। একবছর ও খে♌লার বাইরে ছিল। আপাতত ওর মাঠে ফেরাই আমাদের কাছে বড় বিষয়। ওকে সেরা ছন্দে ফেরাত🦄ে সর্বাত্মক চেষ্টা করছি আমরা। শামি একজন বিশ্বমানের বোলার। দেশে নিজেকে নিয়ে কঠোর পরিশ্রম করছে ও।’
সুতরাং মর্কেলের কথায় স্পষ্ট যে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে শামি আরও কিছু ঘরোয়া ম্যাচ খেলে নিজের সেরা ছন্দে ফিরুন। তার পরে তাঁকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবা হবে। তবে অস্⛦ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া যদি বেকায়দায় পড়ে, তবে তড়িঘড়ি বাংলার পেসারের ডাক পড়তে পারে অস্ট্রেলিয়ায়।
উল্লেখ্য, মহম্মদ শামি ভারতের হয়ে শেষবার মাঠে নামেন ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে। তার পরেই চোটের জন্য মাঠের বাইরে চলে যা♌ন তিনি। গোড়ালির অস্ত্রোপচারের পরে দীর্ঘদিন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন শামি। অবশেষে চলতি রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলার জার্সিতে মাঠে ফেরেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।