এখন পার্থ টেস্ট শুরু হতে আর মাত্র ১ দিন বাকি। মাঝে ২১ তারিখ বাদ দিলেই ২২ নভেম্বর ভোরবেলা🥃য় শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া মহাযুদ্ধ। তাঁর আগেই কিছুটা বাধ্য হয়ে একাধিক পরিবর্তন করতে হল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আর প্রত্যেকটাই বলা যায় ফোর্সড সাবস্টিটিউশন, যেমন শুভমন গিলের আঙুলে চিড়ের জন্য দেবদূত পাডিক্কাল দলে আসতে চলেছে।
আরও পড়ুন-ভারত🔯 মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারতীয় দলের রেগুলার অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে নেই। টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকিই নিতে চাইছে না। বুধবার যখন ভারতীয় দল অনুশীলন সাড়ছিল, তখন কদিন ꧟আগে ভারতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া শুভমন গিলের ওপরই সবার চ൲োখ ছিল। মর্নি মর্কেল অবশ্য বলছেন যে গিল উন্নতি করছে আর তাঁদের নজরেই রয়েছে।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাট💎লার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
গিলের দুর্ভাগ্যই ভাগ্যের দরজা খুলে দিতে পারে দেবদূত পাডিক্কালের যিনি আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন। কর্ণাটক থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটারকে ভারতীয় স্কোয়া𒅌ডে সরকারিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাডিক্কাল অস্ট্রেলিয়ার মাটিতে এ দলের বিরুদ্ধে দুটি ম্যাচে খেলেছিলেন। চলতি বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৬৩ রানের সুন্দর ইনিংসও খেলেছিলেন। এরপর থেকে অবশ্য তিনি আর সেভাবে সুযোগ পাননি। নিউদজিল্য♐ান্ড এবং বাংলাদেশ সিরিজের দলেও ছিলেন না।
আরও প♓ড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
জোরে বোলিংটা ভালোই খেলেন দেবদূত পাডিক্কাল। সেই কারণে তাঁর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলতে তেমন কোনܫও অসুবিধা হয়নি এ দলের বিরুদ্ধে সিরিজে। শেষ ১৪ দিনে অস্ট্রেলিয়ায় দুটি বেসরকারি টেস্টে খেলে ফেলেছেন এই ক্রিকেটার। একটা ইনিংসে ৮৮ রানও করেছিলেন তিনি। এরপর নেটেও বেশ দৃঢ় দেখায় দেবদূতকে।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার 💛কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
ভারতীয় ক্রিকে💦ট দলের স্কোয়াডে এল পরিবর্তন। অস্ট্রেলিয়ায় গিয়ে চোটে ভোগায় সিরিজ শুরুর আগেই বাঁহাতি পেসার খলিল আহমেদকে দেশে পাঠাতে হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছেন যশ দয়াল। দঃ আফ্রিকা সিরিজ খেলে সেখান 🅰থেকে সরাসরি অজি সফরে গেলেন তিনি। মুকেশ কুমার, নবদীপ সাইনির সঙ্গেই তৃতীয় রিজার্ভ বোলার হিসেবে থাকছেন দয়াল।